সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
রাজশাহী বাগমারার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক হাবিব গ্রেপ্তার

রাজশাহী বাগমারার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক হাবিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের ওপর হামলা, হত্যাকারী ছিনতাই এবং গণপিটুনির মাধ্যমে হত্যা মামলার অন্যতম প্রধান পলাতক আসামী হাবিব আলী (২২) কে নওগাঁর আত্রাই থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

র‌্যাব সূত্রে জানা যায়, ২ জুন দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে হাবিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত হাবিব নওগাঁর আত্রাই থানার গোয়ালবাড়ী গ্রামের এমদাদুল হকের ছেলে।

প্রসঙ্গত, গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা থানার রনশিবাড়ী গ্রামে পূর্ব শত্রুতার জেরে আমিনুল ইসলাম ওরফে আমিরুল নামের এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে রাজ্জাক প্রামাণিককে হত্যা করে। স্থানীয় জনতা হত্যাকারীকে আটক করে রাখলে, খবর পেয়ে বাগমারা থানা পুলিশ তাকে হেফাজতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই সময় উত্তেজিত ১০০০-১২০০ জনের একটি জনতা পুলিশকে লক্ষ্য করে লাঠি ও ইট নিয়ে হামলা চালায় এবং পুলিশের কাছ থেকে আসামী আমিরুলকে ছিনিয়ে নেয়।

পরে ওই জনতা পরিকল্পিতভাবে আমিনুলকে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নারকীয় ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পুলিশ বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ঘটনার পরপরই আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যায়। র‌্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীদের অবস্থান শনাক্তে কাজ করে। এরই ধারাবাহিকতায় গত ২০ মে চট্টগ্রাম থেকে দুইজন আসামীকে গ্রেফতার করা হয়। এরপর গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করে অবশেষে আজ রাতেই হাবিব আলীকে গ্রেপ্তারকরা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর দূর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসবাদ, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.