বুধবার | ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কন্ঠশিল্পী এন্ড্র কিশোরের স্মৃতিস্মরক নির্মানের দাবিতে মানবন্ধন

কন্ঠশিল্পী এন্ড্র কিশোরের স্মৃতিস্মরক নির্মানের দাবিতে মানবন্ধন

নিজস্ব প্রতিবেদক: প্রয়াত বাংলা গানের কিংবদন্তি কন্ঠশিল্পী এন্ড্র কিশোরের স্মৃতিস্মরক নির্মানের দাবিতে রাজশাহীতে মানবন্ধনের আয়োজন করা হয়।

রবিবার (০১ জানুয়ারী ২৩) সাহেব বাজার জিরোপয়েন্টে বেলা ১২ টায় রাজশাহী বাসীর ব্যনারে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অধ্যাক্ষ শফিকুর রহমান বাদশা, ওয়ার্কাস পার্টি নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি নেতা সৈয়দ মিসফাক আলী, ব্যবসায়ী নেতা ওসমান গনি ও রাশেদুজ্জামান উজ্জল।

আয়োজকরা জানান, প্লেব্যাক সম্রাট খ্যাত এন্ডু কিশোর প্রয়াত হয়েছেন কয়েক বছর আগে। তার স্মরনে রাজশাহীতে কোনো স্মারক নির্মানের উদ্যোগ নেয়া হয়নি। তার স্মরনে একটি মিউজিয়াম নির্মানেরও দাবি জানান। এমন কৃতিদের স্মৃতি রক্ষা না করা গেলে আর কোনো কৃতি সন্তান তৈরি হবেনা বলে তারা মন্তব্য করেন।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.