শুক্রবার | ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
মিস ওয়ার্ল্ড হতে হলে কাদের সাথে ন*গ্ন হয়ে ;সে*ক্স করতে হয় জানালেন মিস ওয়ার্ল্ড থেকে সরে দাঁড়ানো ইংল্যান্ডের সুন্দরী

মিস ওয়ার্ল্ড হতে হলে কাদের সাথে ন*গ্ন হয়ে ;সে*ক্স করতে হয় জানালেন মিস ওয়ার্ল্ড থেকে সরে দাঁড়ানো ইংল্যান্ডের সুন্দরী

প্রবাহ ডেস্ক: বিশ্বসুন্দরীর খেতাব জয়ের জন্য ১২০ দেশের সুন্দরীরা ভারতের হায়দরাবাদে জড়ো হয়েছেন। কারণ সেখানে বসেছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৭২তম আসর। গুরুতর অভিযোগ এনে এ আসর থেকে বেরিয়ে গেছেন যুক্তরাজ্যের প্রতিনিধি মিলা ম্যাগি। ফলে বিষয়টি সমালোচনার জন্ম দিয়েছে।

মিস ওয়ার্ল্ডের মতো আসরে কী এমন ঘটেছে, যার জন্য প্রতিযোগিতা থেকেই নিজেকে প্রত্যাহার করলেন ২৪ বছরের মিলা? এ নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য সানকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। তার এ আলাপচারিতায় উঠে এসেছে অপ্রত্যাশিত কিছু বিষয়।

হায়দরাবাদে বিলাসবহুল ডিনারে ধনী পুরুষদের (স্পন্সর) আপ্যায়নের জন্য তাদের (প্রতিযোগিদের) ব্যবহার করা হতো। এ তথ্য উল্লেখ করে মিলা ম্যাগি বলেন, “ছয়জন অতিথি (পুরুষ)। তাদের প্রত্যেক টেবিলে দুজন করে মেয়ে ছিল। আশা করা হয়েছিল, আমরা পুরো সন্ধ্যা তাদের সঙ্গে বসে কাটাব। তাদের ধন্যবাদ জানাব। আমার কাছে এটি অবিশ্বাস্য একটি ব্যাপার মনে হয়েছে।”

মিলা ম্যাগি পরিষ্কারভাবে বলেন, “মনে আছে, আমি ভেবেছিলাম ‘এটা খুবই ভুল।’ আমি এখানে মানুষকে বিনোদন দিতে আসিনি।”

তার টেবিলের পুরুষ অতিথিরা তাকে অস্বস্তিতে ফেলেন। তা জানিয়ে মিলা ম্যাগি বলেন, “একপর্যায়ে যে বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম, তা শুনতে টেবিলে থাকা পুরুষেরা আগ্রহী ছিলেন না। বরং অদ্ভুত রকমের ছোট ছোট কথাবার্তা বলছিলেন, যা আমাকে অস্বস্তি দেয়।”

খানিকটা ব্যাখ্যা করে মিলা ম্যাগি বলেন, “পরিস্থিতি এমন করেছিলেন যে, নিজেকে পতিতা মনে হচ্ছিল। ১০ লাখ বছরেও নিজেকে এমন পরিস্থিতিতে খুঁজে পাব এমনটা আশা করি না। এসব লোকদের খুশি করার জন্য, বানরের মতো পারফর্ম করতে সেখানে ছিলাম। আমি এটা মেনে নিতে পারিনি।”

মিলা এসব অভিযোগ করার পর মিস ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও সিইও জুলিয়া মোরলে সংবাদমাধ্যমটিকে বলেন, “মিলা তার বসকে বলেছেন, ‘তার মা শারীরিকভাবে অসুস্থ।’ সহানুভূতি দেখিয়ে তারা তাকে ইংল্যান্ডে ফেরার ব্যবস্থা করেছেন।”

জুলিয়ার এই বক্তব্যের জবাবে মিলা ম্যাগি বলেন, “আমার মা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন এটা ঠিক। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার কারণ যা বলার ছিল তা আমি বলেছি।”

“আমাদের সঙ্গে যে ভয়াবহ আচরণ করা হয়েছে, তারপর আমি কেবল বাড়ি ফেরার প্রয়োজন বোধ করেছি। আমি এমন একটি প্রতিযোগিতায় থাকতে পারি না, যা আমার কাছে নৈতিকভাবে সঠিক বলে মনে হয় না।” বলেন মিলা।

মিলা ম্যাগি পেশায় একজন লাইফগার্ড। ২০২৪ সালে ‘মিস ইংল্যান্ড’ নির্বাচিত হন। তারপর বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় দেশটির প্রতিনিধি হিসেবে যোগদান করেন মিলা


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.