বুধবার | ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

প্রবাহ ডেস্ক: অবশেষে নাটকীয়তার অবসান ঘটলো। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন বিসিবির নতুন সভাপতি হিসেবে।

বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

আজ বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুসারে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমিনুলকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গতকাল রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিসিবির পরবর্তী নির্বাচন অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার মানে, চার মাসের মতো দায়িত্বে থাকতে পারেন এই সাবেক অধিনায়ক, এরপর তিনি ফিরতে চান তার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চাকরিতে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম বুলবুল। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। খেলার মাঠ থেকে বিদায় নেয়ার পর তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, কোচিংয়ে লেভেল টু সম্পন্ন করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। পরে দেশে ফিরে আবাহনীকে উপহার দেন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.