শুক্রবার | ৩রা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব
বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

বিসিবির সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

প্রবাহ ডেস্ক: অবশেষে নাটকীয়তার অবসান ঘটলো। সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল নির্বাচিত হয়েছেন বিসিবির নতুন সভাপতি হিসেবে।

বিকেলে অনুষ্ঠিত জরুরি সভায় পরিচালকদের ভোটে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিসিবির পরবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

আজ বিকেলেই জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিবির গঠনতন্ত্রের ১৩.২ (খ)(৪) ধারা অনুসারে জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক আমিনুলকে পরিচালক হিসেবে মনোনীত করা হয়েছে।

এর আগে গতকাল রাত ১১টায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবি পরিচালক হিসেবে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বিসিবির পরবর্তী নির্বাচন অক্টোবরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার মানে, চার মাসের মতো দায়িত্বে থাকতে পারেন এই সাবেক অধিনায়ক, এরপর তিনি ফিরতে চান তার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) চাকরিতে।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য নাম বুলবুল। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন তিনি। দেশের ইতিহাসের প্রথম টেস্ট সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে। খেলার মাঠ থেকে বিদায় নেয়ার পর তিনি পাড়ি জমান অস্ট্রেলিয়ায়, কোচিংয়ে লেভেল টু সম্পন্ন করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে। পরে দেশে ফিরে আবাহনীকে উপহার দেন ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.