বৃহস্পতিবার | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাবিতে দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ রাজশাহীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সংশোধনের আহ্বান মহাপরিচালকের রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে তিন জনকে অজ্ঞান করে স্বর্ণ-টাকা লুট ২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস পুঁজিবাজারে সূচকের বড় পতনেও সিএসইর লেনদেন বেড়েছে অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহিফল অনুষ্ঠিত আপনাদের সঙ্গে দেখা হবে ধারণায় ছিল না: আজহারুল
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যাত্রীসেবা, টিকিট বিক্রি ও কুলিদের ভাড়া নির্ধারণসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২৮ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত স্টেশনে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আমির হোসাইন। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী ২৭ মে মঙ্গলবার এক আদেশে টিম গঠন করেন এবং পরদিন ২৮ মে মাঠপর্যায়ে অভিযানে নামেন কর্মকর্তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে তাঁরা টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি,পাওয়ারকারে টিকিট বিহিন যাত্রী পরিবহন এবং কুলিদের ভাড়া আদায়ে অনিয়ম নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেন। বিশেষ করে আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় যাতে কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে জোর নির্দেশনা দেন দুদক কর্মকর্তারা। তারা জানান, অনিয়মের প্রমাণ মিললে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, “দুদকের কর্মকর্তারা আমাদের অনিয়ম প্রতিরোধে সতর্ক করেছেন এবং বলেছেন যেন ঈদের সময় কোনো দুর্নীতি না ঘটে। আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি। ঈদের আগাম টিকিট অনলাইনে ছাড়া অন্য কোনোভাবে দেওয়া হবে না।
তিনি আরও বলেন,যেহেতু শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, তাই কালোবাজারির সুযোগ নেই। গত ঈদেও আমরা সফলভাবে সেবা দিয়েছি, এবারও সেই সুনাম ধরে রাখার জন্য আমরা সংশ্লিষ্টরা প্রস্তুত আছি।”


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.