সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যাত্রীসেবা, টিকিট বিক্রি ও কুলিদের ভাড়া নির্ধারণসহ নানা অনিয়মের অভিযোগে রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (২৮ মে) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত স্টেশনে এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের চার সদস্যের একটি দল।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক আমির হোসাইন। দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী ২৭ মে মঙ্গলবার এক আদেশে টিম গঠন করেন এবং পরদিন ২৮ মে মাঠপর্যায়ে অভিযানে নামেন কর্মকর্তারা।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজারের কক্ষে তাঁরা টিকিট কালোবাজারি, যাত্রী হয়রানি,পাওয়ারকারে টিকিট বিহিন যাত্রী পরিবহন এবং কুলিদের ভাড়া আদায়ে অনিয়ম নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের সতর্ক করেন। বিশেষ করে আসন্ন ঈদ উপলক্ষে যাত্রীসেবায় যাতে কোনো অনিয়ম না ঘটে সে বিষয়ে জোর নির্দেশনা দেন দুদক কর্মকর্তারা। তারা জানান, অনিয়মের প্রমাণ মিললে পরবর্তীতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান শেষে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, “দুদকের কর্মকর্তারা আমাদের অনিয়ম প্রতিরোধে সতর্ক করেছেন এবং বলেছেন যেন ঈদের সময় কোনো দুর্নীতি না ঘটে। আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি। ঈদের আগাম টিকিট অনলাইনে ছাড়া অন্য কোনোভাবে দেওয়া হবে না।
তিনি আরও বলেন,যেহেতু শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হচ্ছে, তাই কালোবাজারির সুযোগ নেই। গত ঈদেও আমরা সফলভাবে সেবা দিয়েছি, এবারও সেই সুনাম ধরে রাখার জন্য আমরা সংশ্লিষ্টরা প্রস্তুত আছি।”


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.