বৃহস্পতিবার | ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাবিতে দৈনিক মজুরীভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণ রাজশাহীতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সংশোধনের আহ্বান মহাপরিচালকের রাজশাহীতে আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত ভাড়া নেয়ার কথা বলে বাসায় ঢুকে তিন জনকে অজ্ঞান করে স্বর্ণ-টাকা লুট ২১০ হজযাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার খবরটি গুজব বলছে মৌরতা‌নিয়ান এয়ারলাইন্স রাতের মধ্যে ১৯ অঞ্চলে ঝড়ের আভাস পুঁজিবাজারে সূচকের বড় পতনেও সিএসইর লেনদেন বেড়েছে অনলাইন জুয়া বন্ধে বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য নির্দেশনা জারি এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহিফল অনুষ্ঠিত আপনাদের সঙ্গে দেখা হবে ধারণায় ছিল না: আজহারুল
রাবিতে ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

রাবিতে ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নেদারল্যান্ডসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন।

আজ বুধবার (২৮ মে) প্রশাসন ভবন-১ এ উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপাচার্য তাঁদের রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূতদ্বয় এসময় রাবির শিক্ষক ও শিক্ষার্থীদের ভবিষ্যত উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তাঁরা বিশেষভাবে এরাসমাস প্লাস বৃত্তির মাধ্যমে ইইউভুক্ত দেশসমূহে স্নাতকোত্তর ও পিএইচডি’র সুযোগ প্রদানে আগ্রহ দেখান।

এছাড়া তাঁরা রাবিতে ইউরোপীয়ান স্টাডিজ বিষয়ে পঠন-পাঠন চালুরও প্রস্তাব দেন। এজন্য ইইউ এর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে বলেও অবহিত করেন। উপাচার্য এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের আশ্বাস দেন।

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফের্য়াসের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ইইউ দূতাবাসের কাউন্সিলর জুরাটে স্মলস্কাইট মারভিল, প্রোগ্রাম ম্যানেজার জুঁই চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাষ্ট্রদূতদ্বয় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ‘পরিবর্তিত বিশ্বে ইউরোপীয়ন ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক: তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় রাবির ৮টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মিলিত হন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.