নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও নেদারল্যান্ডসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আন্দ্রে কার্সটেন্স রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেন।
আজ বুধবার (২৮ মে) প্রশাসন ভবন-১ এ উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপাচার্য তাঁদের রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূতদ্বয় এসময় রাবির শিক্ষক ও শিক্ষার্থীদের ভবিষ্যত উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রমের সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তাঁরা বিশেষভাবে এরাসমাস প্লাস বৃত্তির মাধ্যমে ইইউভুক্ত দেশসমূহে স্নাতকোত্তর ও পিএইচডি’র সুযোগ প্রদানে আগ্রহ দেখান।
এছাড়া তাঁরা রাবিতে ইউরোপীয়ান স্টাডিজ বিষয়ে পঠন-পাঠন চালুরও প্রস্তাব দেন। এজন্য ইইউ এর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করা হবে বলেও অবহিত করেন। উপাচার্য এ বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের আশ্বাস দেন।
এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, অফিস অব দ্যা ইন্টারন্যাশনাল অ্যাফের্য়াসের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম ও সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুল ইসলাম, ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক প্রফেসর মো. নূরুল মোমেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ইইউ দূতাবাসের কাউন্সিলর জুরাটে স্মলস্কাইট মারভিল, প্রোগ্রাম ম্যানেজার জুঁই চাকমা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রদূতদ্বয় প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে ‘পরিবর্তিত বিশ্বে ইউরোপীয়ন ইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক: তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় রাবির ৮টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মিলিত হন।