নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অতিথি ভবনসমূহ ও আন্তর্জাতিক ডরমিটরির অনলাইন বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে।
আজ বুধবার (২৮ মে) প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই বুকিং ব্যবস্থা উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। এসময় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, আইসিটি সেন্টারের পরিচালক প্রফেসর মো. ছাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এই ব্যবস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://guesthouse.ru.ac.bd/member/login থেকে রাবি ক্যাম্পাসের জুবেরী (অতিথি) ভবন, ঢাকাস্থ অতিথি ভবন ও শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরিতে আসন সংরক্ষণ করা যাবে।