নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর এটিএম নাদেরুজ্জামানের (৮৭) মৃত্যুতে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে উদ্ভিদবিজ্ঞান বিষয়ে শিক্ষা ও গবেষণায় মরহুমের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রফেসর নাদেরুজ্জামান গতকাল মঙ্গলবার রাত প্রায় ১:৩০ মিনিটে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।
তিনি ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে ও ১৯৬৩ সালে মাইক্রোবায়োলজিতে অভিসন্দর্ভসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ সালে তিনি কমনওয়েলথ বৃত্তিতে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ শ্রেণিবিন্যাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৬৪ সালে তিনি রাবিতে উদ্ভিদবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০০৩ সালে প্রফেসর হিসেবে অবসরগ্রহণ করেন। কর্মজীবনে তিনি সহকারী প্রক্টর, একাধিক হলের আবাসিক শিক্ষক, শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতিসহ অন্য কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি রাবি ক্যাম্পাসে বৃক্ষায়ণের অন্যতম পথিকৃত। তাঁর প্রায় ২০টি গবেষণা প্রবন্ধসহ মানুষ ও উদ্ভিদ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।
আজ বাদ জোহর রাবি কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাযার নামাজ শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।