নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পুঠিয়া উপজেলা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী রনি‘কে গ্রেফতার করেছে র্যাব-৫।
বুধবার (২৮ মে) রাত্রী ৯.৩০ মিনিটে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া উপজেলা পুঠিয়া বাজারস্থ উপজেলা সমাজসেবা অফিসের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম @ রনি (৩৮) কে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট-১০০ পিচ, মোটরসাইকেল-০১টি, মোবাইল-০১টি, সীম-০২টিসহ গ্রেফতার করা হয়। রনি পুঠিয়া থানার জিউপাড়া ইউনিয়নের মোঃ আসলাম আলী ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া বাজারস্থ উপজেলা সমাজসেবা অফিসের সামনে ০১ মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামীর গতিবিধি পর্যবেক্ষন করে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে ০১ টি মোটরসাইকেলসহ গ্রেফতার করে এবং তার দেহ তল্লাশী করে ১০০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
রনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
র্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসবাদ, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।