শুক্রবার | ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, শিক্ষকদের সচেতন হওয়ার আহ্বান: বিএনাপ মিলন রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত ‘সাব-জেল’ কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত: বেবিচক চেয়ারম্যান শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে
বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! ‘কিচেন গার্ডেনিং’ করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?

বাড়ির ব্যালকনিতেই ফলবে টমেটো, বেগুন, লঙ্কা! ‘কিচেন গার্ডেনিং’ করার সময় মাথায় রাখবেন কোন কোন বিষয়?

প্রবাহ ডেস্ক: ইট-পাথরের শহরে এক টুকরো সবুজের আকাঙ্ক্ষা থাকে অনেকেরই। এই ইচ্ছা পূরণের পাশাপাশি ফরমালিনমুক্ত টাটকা সবজির জোগান পেতে কিচেন গার্ডেনিং বা রুফটপ গার্ডেনিং এক চমৎকার সমাধান। অল্প জায়গা, সঠিক পরিকল্পনা এবং আধুনিক কৌশল অবলম্বন করে বারান্দা বা ছাদেও ফলানো সম্ভব পুষ্টিকর শাক-সবজি। শহুরে জীবনে কিচেন গার্ডেনিং কেবল শখ পূরণই করে না, এটি টাটকা ও বিষমুক্ত সবজির জোগান দেয় এবং মানসিক প্রশান্তিও আনে। সঠিক পরিকল্পনা ও সামান্য পরিশ্রমে কংক্রিটের জঙ্গলেও গড়ে তোলা যায় নিজের সবুজ জগৎ।

শহরাঞ্চলে জায়গার অভাব থাকলেও ভার্টিক্যাল গার্ডেনিং, কন্টেইনার গার্ডেনিং বা হাইড্রোপনিক্সের মতো আধুনিক পদ্ধতি ব্যবহার করে সবজি চাষ করা যায়। অল্প জায়গায় সবজি চাষের জন্য মাথায় রাখতে হবে কোন কোন কৌশল?

# সঠিক স্থান নির্বাচন: বারান্দা বা ছাদের এমন স্থান বেছে নিতে হবে যেখানে প্রতিদিন অন্তত ৪-৫ ঘণ্টা রোদ পৌঁছায়।

# পাত্র নির্বাচন: মাটির টব, প্লাস্টিকের কন্টেইনার, গ্রে ব্যাগ অথবা অব্যবহৃত বালতি বা বোতলও ব্যবহার করা যেতে পারে। পাত্রের নিচে জল নিষ্কাশনের ব্যবস্থা থাকা জরুরি।

# মাটি প্রস্তুতি: দোআঁশ মাটির সঙ্গে জৈব সার (যেমন ভার্মিকম্পোস্ট বা পাতা পচা সার) মিশিয়ে হালকা ও উর্বর মাটি তৈরি করতে হবে।

# বীজ বা চারা নির্বাচন: মরশুম অনুযায়ী এবং জায়গার সীমাবদ্ধতা মাথায় রেখে সবজি (যেমন টমেটো, লঙ্কা, বেগুন, লেটুস, ধনে পাতা, পুদিনা) নির্বাচন করা উচিত।

# জলসেচ ও পরিচর্যা: মাটির আর্দ্রতা বুঝে নিয়মিত জল দিতে হবে। অতিরিক্ত জল গাছের গোড়ায় জমতে দেওয়া যাবে না। প্রয়োজন অনুযায়ী জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে।

# ভার্টিক্যাল গার্ডেনিং: দেওয়াল বরাবর তাক তৈরি করে বা ঝুলন্ত টবে গাছ লাগালে অনেক কম জায়গায় বেশি গাছ লাগানো যায়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.