শনিবার | ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
শাকিবের তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম

শাকিবের তাণ্ডবে আফরান নিশো নয়, থাকছেন সিয়াম

প্রবাহ ডেস্ক: আসন্ন কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান ও এই সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী জুটির পরবর্তী সিনেমা ‘তাণ্ডব’। গত কোরবানির ঈদে তুফানের পর নতুন ছবি নিয়ে হাজির হচ্ছে এই জুটি।

ইতোমধ্যেই তাণ্ডব সিনেমার কয়েক লটের শুটিং শেষ হয়েছে। বর্তমানে কলকাতায় সিনেমাটির ডাবিংও চলছে। এরই মধ্যে খবর, তাণ্ডবে শাকিব খানের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনেতা আফরান নিশো ও সিয়াম আহমেদকে।

একাধিক সংবাদমাধ্যমেও দাবি করা হয়েছে, শাকিবের তাণ্ডবে যুক্ত হচ্ছেন আফরান নিশো।

তবে বিষয়টি গুজবই বলে জানালেন নির্মাতা রায়হান রাফী। তার কথায়, তাণ্ডবে থাকছেন না নিশো। অযথাই মানুষ এসব গুজব ছড়াচ্ছে।

এদিকে নিশো না থাকলেও ‘তাণ্ডব’-এ একটি বিশেষ ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমায় গুরুত্বপূর্ণ এক মুহূর্তে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করবেন তিনি। এই চমকই হতে পারে ছবিটির অন্যতম আকর্ষণ।

যদিও নির্মাতা ও প্রযোজকরা এখনও আনুষ্ঠানিকভাবে সিয়ামের উপস্থিতি নিয়ে মুখ খুলতে রাজি নন। সবকিছু চমক হিসেবেই রাখতে চাইছেন তারা।

জানা গেছে, তাণ্ডবের শুটিং ইতোমধ্যেই শেষ। বর্তমানে চলছে সম্পাদনার শেষ পর্যায়ের কাজ। খুব শিগগিরই
সিনেমাটি জমা পড়বে সেন্সর বোর্ডে।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই, এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী যৌথভাবে।

ঈদ উপলক্ষে দেশজুড়ে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে ‘তাণ্ডব’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এটি হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। যেখানে শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো সিনেমায় জুটি বেধেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.