নিজস্ব প্রতিবেদক: হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ এই শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনে প্রতিষ্ঠার ৩৮ বছর উদযাপন করল রাজশাহী থিয়েটার।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে নগরীর আলুপট্টির মোড় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা থেকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানানো হয় নগরবাসীকে । শোভাযাত্রায় প্লেকার্ড ও বাঁশির শব্দে প্রাণবন্ত করে রাখে খুদে শিল্পীরা।
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলুপট্টি মোড়ে এসে রাজশাহী থিয়েটারের নবীন ও প্রবীণ নাট্যকর্মীরা মিলিত হই আড্ডায়।
অনুষ্ঠানে অতিথিদের কথার ফাঁকে ফাঁকে চলে শিশু সংগঠন ভোর হলো’র রাজশাহীর শিশুশিল্পীদের নাচ, গান, কবিতা। নাটিকা পরিবেশন করেন থিয়েটারের শিল্পীরা।
পরে ভোর হলো খুদে শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর নিতাই কুমার সরকারের রচনা ও নির্দেশনায় রাজশাহী থিয়েটার কর্মীদের নাটক গুজব গপ্পো পরিবেশিত হয়।
রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হাসান খন্দকার সভাপতি রাজশাহী বিভাগীয় সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, নাট্যকার ও নির্দেশক অধ্যাপক মলয় কুমার ভৌমিক, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি কল্পনা রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক দিলীপ কুমার ঘোষ। মাথল রাজশাীর পরিচালক মনোয়ারুল ইসলাম বকুল, মনিরুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ , শামসুন্নাহার লিপি সাংগঠনিক সম্পাদক রাজশাহী থিয়েটার, প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ গ্রাম থিয়েটার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী কামারুল্লাহ সরকার।