নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বশরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে আগষ্ট ছাত্র আন্দোলনের সময় থানা হতে লুন্ঠিত একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৫।
মঙ্গলবার (২৭ মে) রাত ২টা দিকে র্যাব-৫, সিপিএসসি-রাজশাহীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পদ্মা নদীর তীরবর্তী কাশবনের ভিতর থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে, কাশিয়াডাঙ্গা থানা এলাকার পদ্মার পাড় সংলগ্ন কাশবনে ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুন্ঠিত অবৈধ আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি কতিপয় দুষ্কৃতকারী লুকিয়ে রেখেছে।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫ এর একটি চৌকস গোয়েন্দা দল, যারা সফলভাবে উক্ত স্থানটি শনাক্ত করে অপারেশন পরিচালনা করে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ছিল একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন এবং শর্টগানের ১২ রাউন্ড গুলি।
পরবর্তীতে উদ্ধারকৃত আলামত কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানিয়েছে, প্রতিষ্ঠার শুরু থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসবাদ, চোরাচালান, অবৈধ অস্ত্র ব্যবসা, মাদক ও অন্যান্য অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংস্থাটি জানিয়েছে।