রবিবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান
২৪ ঘণ্টার মধ্যে ইশরাককে মেয়র না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

২৪ ঘণ্টার মধ্যে ইশরাককে মেয়র না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

প্রবাহ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তার সমর্থকরা।

সোমবার (২৬ মে) দুপুরে নগর ভবনের ভেতরে ‘অবস্থান কর্মসূচি’ থেকে এ ঘোষণা দেন কর্মসূচির প্রধান সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, আমরা ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম, যার ২৪ ঘণ্টা শেষ হয়েছে। কিন্তু এখনো দাবি মানা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা কঠোর থেকে আরও কঠিন আন্দোলনে যাব। ঢাকাবাসী আন্দোলনের মাধ্যমেই তাকে মেয়রের চেয়ারে বসাবে।

তিনি আরও জানান, অবস্থান কর্মসূচি চললেও সরাসরি নাগরিক সেবার সঙ্গে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা বিভাগের কার্যক্রম চালু থাকবে। এই বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মালামাল নিতে পারবেন এবং সিটি করপোরেশনের জরুরি সেবাগুলো অব্যাহত থাকবে।

বেলা ১১টা থেকে নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ইশরাক হোসেনের সমর্থক ও ডিএসসিসির শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা। বিক্ষোভের কারণে নগর ভবনের সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।

ফলে ভোগান্তিতে পড়েন দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীরা। অনেকেই সেবা না পেয়ে নিরুপায় হয়ে ফিরে যান।

এই আন্দোলন শুরু হয় ১৪ মে থেকে। টানা ১৩ দিন ধরে চলে আন্দোলন। মাঝে দাবি পূরণের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। এরপর আবার আন্দোলন শুরু হলো।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.