রবিবার | ২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র

ফিরে আসছে করোনার অন্ধকার? দেশে কোভিড ঝড়ের মধ্যেই হাড়হিম করা ভবিষ্যদ্বাণী হিমাচলের ‘বাবা ভাঙ্গা’-র

প্রবাহ ডেস্ক: ফের চোখ রাঙাচ্ছে করোনা। গোটা দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। কী হবে আগামীদিনে? এই নিয়ে যখন কপালে ভাঁজ বিশেষজ্ঞদের, তখনই করোনা নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন হিমাচলের এক জ্যোতিষী। জানিয়ে দিলেন কত দিন থাকবে কোভিডের প্রকোপ।

হিমাচলের জ্যোতিষী নিখিল কুমারের দাবি, যখনই শনি ও বৃহস্পতির নৈকট্য বৃদ্ধি পায় এবং বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে, তখনই পৃথিবীতে রোগব্যাধির প্রকোপ বাড়ে। বৃহস্পতিকে জীবনীশক্তির গ্রহ বলা হয়। এখন শনি মীন রাশিতে এবং বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করছে। ২০২৫ সালের ১৪ মে বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই বৃহস্পতি দুর্বল হয়ে পড়ে। ফলে করোনার ঘটনা বাড়তে শুরু করে।

জ্যোতিষী আরও দাবি করছেন, বৃহস্পতি নিম্নগামী হওয়ায় করোনা বৃদ্ধি পাবে এবং শনির শক্তি বৃহস্পতিকে কিছু সময়ের জন্য দুর্বল করে রাখবে। তবে তাঁর মতে বেশি দিন স্থায়ী হবে না এই অবস্থা। ১০ জুন থেকে ৬ জুলাই, করোনার ঘটনা বৃদ্ধি পাবে। আবার ২০২৫ সালের ৩১ জুলাইয়ের মধ্যে করোনা আবার নিয়ন্ত্রণে আসবে বলে মত জ্যোতিষীর।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.