মঙ্গলবার | ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল
রাজশাহী দুর্গাপুরের চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলায় রেজাউল মিরপুর থেকে গ্রেপ্তার

রাজশাহী দুর্গাপুরের চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলায় রেজাউল মিরপুর থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তপুর গ্রামে চাঞ্চল্যকর হাসিবুর হত্যা মামলার এজাহারনামীয় ২ নম্বর আসামী রেজাউল হক (৪৮) কে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-৪ মিরপুরের যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে মিরপুর থানার জোনাকী রোডের আহমদনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকে র‌্যাব দেশব্যাপী বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধী গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাস, খুন, অপহরণ, ধর্ষণসহ নানা অপরাধে জড়িতদের গ্রেপ্তার করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করছে বাহিনীটি।

হাসিবুর হত্যা মামলার এজাহার অনুযায়ী, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৪ মে সকাল সাড়ে সাতটার দিকে বাদী আবুল কাশেমের সঙ্গে একই গ্রামের আসামিদের কথা কাটাকাটি হয়। এরপর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্রসহ সজ্জিত হয়ে আবুল কাশেমের বাড়ির সামনে হামলা চালায়। এতে কাশেমের ছেলে হাসিবুরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসিবুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, রাত ১০টা ১৫ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন ১৫ মে দুর্গাপুর থানায় বাদী আবুল কাশেম ১৮ জনকে এজাহারনামীয় এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩/২০২৫। ধারা- ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৫০৬/১১৪/৩৪, দণ্ডবিধি ১৮৬০।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল হক ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.