নিজস্ব প্রতিবেদক: আওয়ামী দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত, ত্যাগী নেতা কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা এবং ওয়ার্ড কমিটি গঠনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে
বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, রাজশাহী।
সোমবার ( ২৬ মে) সকালে নগরীর জিরোপয়েন্টে এই মানববন্ধন থেকে অবিলম্বে আওয়ামী দোসরদের বাদ দিয়ে ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়ার আহ্বান জানান বিএনপির নেতারা।
তানাহলে আগামীতে কঠোর আন্দোলনের হুশিয়ার দেন নেতা কর্মীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট। রাজশাহী মহানগর।জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী এ্যাড, রওশন আরা পপি, রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ মাইনুল ইসলাম হারু,রাজশাহী বিভাগ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, ২৫ নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি
আখতারুজ্জামান টেনি ও রাজশাহী মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক
রুহুল আমিন বাবলু।