সোমবার | ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে ভয়াবহ আগুন শাহজালাল কার্গো ভিলেজে, নিয়ন্ত্রণে ফায়ারের ৩৬ ইউনিট রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির ‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা
রাজশাহীতে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্টাবার্ষিকী পালন।

রাজশাহীতে বৈশাখী টেলিভিশনের ১৮তম প্রতিষ্টাবার্ষিকী পালন।

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজশাহীতে ১৮ বছরে বৈশাখী টেলিভিশনের র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় মহানগরীর আলুপট্টির বঙ্গবন্ধু চত্বর থেকে র‌্যালী শুরু হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আলুপট্টি মুক্তিযুদ্ধা পাঠাগাড়ে গিয়ে প্রতিষ্টাবার্ষিকী কেক কাটা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী বিভাগের এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান খন্দকার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শরিফ সুমন, রাজশাহীর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল হাসান জনি, রাজশাহী মুক্তিযুদ্ধা পাঠাগার এর সাধারণ সম্পাদক কামারুল্লা সরকার কামাল, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার, মাথল রাজশাহীর পরিচালক মোনয়ার ইসলাম বকুল, সেক্টর কমান্ডার ফোরাম রাজশাহী মহানগর এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল ও বৈশাখী টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আব্দুস সাত্তার ডলারসহ সমাজিক, সাংস্কৃতিক, গনমাধ্যমেরকর্মীরা কেক কাটে শুভেচ্ছা জানান।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.