শুক্রবার | ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা

আজই কি কেরিয়ারের শেষ ম্যাচ ধোনির? একগুচ্ছ প্রশ্ন নিয়ে নামছেন সিএসকে তারকা

প্রবাহ ডেস্ক: ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

দেশের হয়ে না খেললেও আইপিএল খেলে চলেছেন তিনি। তাঁকে নিয়ে সমালোচনা, তাঁকে নিয়ে চর্চা চলছেই। এই আবহে এবারের আইপিএলে রবিবারই শেষ ম্যাচ খেলতে নামছেন এমএস ধোনি। প্রশ্ন উঠছে, আজই কি ধোনির কেরিয়ারের শেষ ম্যাচ। যদিও কলকাতাকে হারানোর পরেই ধোনি বলেছিলেন, এবারের টুর্নামেন্ট শেষ হলে আগামী ৬-৮ মাস আমাকে খুব পরিশ্রম করতে হবে। তার পরে দেখবো আমার শরীর আইপিএল খেলার মতো ধকল নিতে পারে কিনা।

ধোনিকে নিয়ে কোনও সদুত্তর নেই। প্রাক্তন ক্রিকেটাররা বলছেন, এবার সরে যাওয়ার সময় হয়েছে ধোনির। তারকা ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন হজম করতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিংকেও। তিনি পাশ কাটিয়ে যাচ্ছেন।

দলের কেউই ধোনির বিষয়ে কথা বলতে নারাজ। এদিন আহমেদাবাদে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলা সিএসকে-র। সেই ম্যাচের আগে সিএসকে-র সহকারী কোচ শ্রীধরন শ্রীরাম বলেন, ”আমি এই বিষয়ে জানি না। কী হতে চলেছে তা আমার জানা নেই।”

এবারের আইপিএলে হতশ্রী পারফরম্যান্স করেছে চেন্নাই সুপার কিংস। আগামী বছর কি ধোনিকে দেখা যাবে আইপিএলে? ধোনির মতোই জটিল ধাঁধা এই প্রশ্ন। উত্তর সহজে মেলার নয়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.