প্রবাহ ডেস্ক: জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল (শনিবার) দিল্লি ও পাঞ্জাব কিংস উভয়েই লিগপর্বের শেষ ম্যাচ খেলতে নামে। শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব আইপিএলের প্লে-অফে ওঠায় তাদের জন্য আসরের আরও লড়াই বাকি। ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে পাঞ্জাব ৮ উইকেটে ২০৬ রান তোলে। যা ৩ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে দিল্লি।
হারের ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের স্বত্বাধিকারীদের একজন প্রীতি জিনতা। পাঞ্জাব কিংসের ইনিংসের পঞ্চদশ ওভারের ঘটনা। মোহিত শার্মার ওভারের শেষ বলটি উড়িয়ে মারেন পাঞ্জাবের শাশাঙ্ক সিং।
লং অফ সীমানার কাছে একটু লাফিয়ে বল হাতে নেন করুন নায়ার। তবে ভারসাম্য হারিয়ে সীমানা ওপারে চলে যাওয়ার সময় বল ছুড়ে দেন মাঠের ভেতরে। সঙ্গে সঙ্গেই এই ফিল্ডার হাত তুলে ছক্কার ইঙ্গিত করেন। অর্থাৎ, তার পা সীমানা ছুঁয়েছে বল ধরার সময়, এমনটাই বুঝান তিনি।
তবে দায়িত্বরত আম্পায়ার ক্রিস গাফানি রিপ্লে দেখে ভিন্ন সিদ্ধান্ত দেন। তার মতে, ছক্কা হয়নি। তাতে এই বলে মাত্র এক রান পায় পাঞ্জাব। তবে খুব বেশি ভিউ থেকে আম্পায়ার রিপ্লে দেখেননি। এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে যতটা সময় নিয়ে দেখা হয়, তার চেয়ে কম সময়েই দেওয়া হয় সিদ্ধান্ত। আর তাতেই সংশয় প্রকাশ করেন প্রীতি।
সামাজিক মাধ্যম এক্স-এ এক সমর্থকের প্রশ্নের জবাবে প্রীতি বলেন, ‘এই ধরনের হাই-প্রোফাইল টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ারের হাতে যখন এত এত প্রযুক্তি, এই ধরনের ভুল অগ্রহণযোগ্য এবং কোনোভাবেই হওয়া উচিত নয়। ম্যাচের পর আমি এমনকি করুনের সঙ্গেও কথা বলেছি। সে নিশ্চিত করেছে, এটা অবশ্যই ছয় ছিল! আমার এটুকুই বলার আছে।’