নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বাকী ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অভিযোগে। এদের মধ্যে ৮ জনের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট ছিল, ৪ জন মাদক সংক্রান্ত মামলায় এবং অন্য ৪ জন বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।
বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া তিন জন হচ্ছেন মো. মোস্তফা গোলাম (৪০), মো. সেলিম পারভেজ (৪৫) এবং সাব্বির হোসেন ওরফে মো. সাব্বির আহমেদ (২৯)। মোস্তফা গোলাম নগরীর শাহ মখদুম থানার উত্তর নওদাপাড়ার মৃত জান মোহাম্মদের ছেলে, সেলিম একই থানার মহলদারপাড়ার আব্দুল মমিনের ছেলে এবং সাব্বির কর্ণহার থানার বিলনেপালপাড়ার মো. সেরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।