রবিবার | ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-জামায়াত-এনসিপির দ্বন্দ্বে নতুন সমীকরণে রাজনীতি ওজন কমাবে এই ৫টি ফল রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল আমাগীকাল থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি
বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আজ (২৪ মে) সকালে রাজশাহী বাঘা মডেল মসজিদ সম্মেলন কক্ষে ‘গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহী এ মতবিনিময় সভা আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ডলি।
প্রধান অতিথির বক্তৃতায় সাবিহা সুলতানা বলেন, বর্তমানে আমরা তথ্যের বন্যার যুগে বসবাস করছি। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবহার করে সোশাল মিডিয়ার এলগরিদমের কারণে সামাজিক মাধ্যম নেতিবাচক তথ্য ও গুজব বুস্ট করে আমাদের বেশি সময় সম্পৃক্ত করে রাখছে। অতিরিক্ত গুজবের কারণে আমাদের মাঝে সত্য তথ্যের বিষয়েও অবিশ্বাস তৈরি হয়েছে।

গুজব প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মন্তব্য করে তিনি বলেন, যখন কেউ গুজব যাচাই-বাছাই না করে শেয়ার দিচ্ছে তখন আপনারা যদি আপনাদের মিডিয়ার মাধ্যমে সত্য ঘটনা উন্মোচন করে বেশি বেশি প্রচার করেন তাহলে মানুষ সত্য জানতে পারবে। এ সময় সকলকে গুজব প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামান। মূল প্রবন্ধে তিনি গুজবের উপাদান, নিয়ামক এবং গুজব ছড়ানোর বিভিন্ন পদ্ধতি ও সেগুলো যাচাইয়ের কৌশল বিষয়ে আলোকপাত করেন।

রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. আতিকুর রহমান শাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য অফিসার শারমিন জাহান স্মিতা ও বাঘার গণমাধ্যমকর্মীবৃন্দ।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.