শনিবার | ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বিএনপি-জামায়াত-এনসিপির দ্বন্দ্বে নতুন সমীকরণে রাজনীতি ওজন কমাবে এই ৫টি ফল রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ খবরদার! বিছানায় শুয়ে শুয়ে এই কাজটি আর করবেন না! কী মারাত্মক বিপদ ডেকে আনে জানলে শিউরে উঠবেন পুরুষদের টাকেও গজাবে চুল! অতিপরিচিত এই সবজির বীজ ব্যবহার করেই মাথা ঢাকবে কুচকুচে কালো কেশে বাঘায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত চরিত্র বদলে ফের হানা করোনার! নতুন ভ্যারিয়েন্টের থেকে বাঁচতে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল আমাগীকাল থেকে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি
নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি

নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি

প্রবাহ ডেস্ক: ইতালিয়ান ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা সিরি আ’য় শিরোপা নিষ্পত্তি হওয়ার কথা ছিল শেষ দিন। ট্রফির লড়াইটা ছিল নাপোলি ও ইন্টার মিলানের মাঝে। তবে অবস্থা এমন ছিল যে, ১ পয়েন্টে এগিয়ে থাকায় শেষ ম্যাচ নাপোলি জিতলেই শিরোপা নিশ্চিত। হয়েছেও তাই। কালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ ইতালিয়ান শিরোপা ঘরে তুলেছে নাপোলি। ইন্টার ২-০ গোলে কোমোর বিপক্ষে জিতলেও লাভ হয়নি।

নাটকীয় মৌসুমের শেষে শিরোপা নিশ্চিত হওয়ায় কোচ আন্তোনিও কন্তেও ইতিহাস গড়েছেন। তিন ভিন্ন ক্লাবের হয়ে জিতেছেন সিরি আ। তার আগে ইন্টার মিলান ও জুভেন্টাসের হয়ে শিরোপা জিতেছেন।

নাপোলি এক পয়েন্টে এগিয়ে থাকলেও একই সময়ে মাঠে নামা ইন্টারের খেলায় মনে হচ্ছিল শিরোপা বুঝি তাদের কাছেই থাকবে। প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় কোমোর বিপক্ষে অগ্রগামিতা পেয়ে যায় ইন্টার। কিন্তু কন্তের দুই সামার সাইনিং হয়ে আসা তারকা পরে নেপলসের জন্য নিশ্চিত করেছেন স্কুদেত্তো। ৪২ মিনিটে মাত্তেও পলিতানোর ক্রস থেকে জাল কাঁপান স্কট ম্যাকটমিনে। যা ছিল তার মৌসুমের ১২তম গোল। তার পর ৫১ মিনিটে চেলসি থেকে আসা রোমেলু লুকাকু অসাধারণ ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এনে দেন কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল।

তার মানে দাঁড়ায় ইন্টার কোমোর বিপক্ষে ২-০ গোলে জিতলেও সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না। নাপোলি এক পয়েন্টের ব্যবধান রেখেই নাটকীয় মৌসুমে শিরোপা নিশ্চিত করেছে। এটি ছিল তাদের চতুর্থ শিরোপা। ১৯৮৭ ও ১৯৯০ সালে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরেই এসেছিল প্রথম দুটি ট্রফি।

৩৭ ম্যাচে নাপোলির সংগ্রহ ছিল ৭৯ পয়েন্ট। ইন্টারের অর্জন ৭৮।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত নাপোলি অধিনায়ক জিওভানি ডি লরেঞ্জো বলেছেন, ‘সবাই এতে অবদান রেখেছে। তবে সবচেয়ে বেশি ভূমিকা ছিল কোচ কন্তের। শীর্ষে পৌঁছাতে তাকে আমাদের প্রয়োজন ছিল। সে ছিল বিস্ময়কর।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.