সোমবার | ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান আরএমপি’র অভিযানে ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ গ্রেপ্তার ৪ চলতে চলতে থেমে যাচ্ছে রেলের ইঞ্জিন, স্পেয়ার পার্টসের অভাবে বিঘ্ন রেল চলাচল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই : তারেক রহমান ইউক্রেন যুদ্ধ বন্ধের বদলে কী কী চান পুতিন হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য, বদরুদ্দীন উমর, মাহমুদুর ও নাহিদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত রাজশাহীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও বিস্ফোরক তৈরীর সরঞ্জাম উদ্ধার
নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি

নাটকীয় মৌসুম শেষে শিরোপা জিতেছে নাপোলি

প্রবাহ ডেস্ক: ইতালিয়ান ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা সিরি আ’য় শিরোপা নিষ্পত্তি হওয়ার কথা ছিল শেষ দিন। ট্রফির লড়াইটা ছিল নাপোলি ও ইন্টার মিলানের মাঝে। তবে অবস্থা এমন ছিল যে, ১ পয়েন্টে এগিয়ে থাকায় শেষ ম্যাচ নাপোলি জিতলেই শিরোপা নিশ্চিত। হয়েছেও তাই। কালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ ইতালিয়ান শিরোপা ঘরে তুলেছে নাপোলি। ইন্টার ২-০ গোলে কোমোর বিপক্ষে জিতলেও লাভ হয়নি।

নাটকীয় মৌসুমের শেষে শিরোপা নিশ্চিত হওয়ায় কোচ আন্তোনিও কন্তেও ইতিহাস গড়েছেন। তিন ভিন্ন ক্লাবের হয়ে জিতেছেন সিরি আ। তার আগে ইন্টার মিলান ও জুভেন্টাসের হয়ে শিরোপা জিতেছেন।

নাপোলি এক পয়েন্টে এগিয়ে থাকলেও একই সময়ে মাঠে নামা ইন্টারের খেলায় মনে হচ্ছিল শিরোপা বুঝি তাদের কাছেই থাকবে। প্রথমার্ধে ২০ মিনিটের মাথায় কোমোর বিপক্ষে অগ্রগামিতা পেয়ে যায় ইন্টার। কিন্তু কন্তের দুই সামার সাইনিং হয়ে আসা তারকা পরে নেপলসের জন্য নিশ্চিত করেছেন স্কুদেত্তো। ৪২ মিনিটে মাত্তেও পলিতানোর ক্রস থেকে জাল কাঁপান স্কট ম্যাকটমিনে। যা ছিল তার মৌসুমের ১২তম গোল। তার পর ৫১ মিনিটে চেলসি থেকে আসা রোমেলু লুকাকু অসাধারণ ড্রিবলিংয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে এনে দেন কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল।

তার মানে দাঁড়ায় ইন্টার কোমোর বিপক্ষে ২-০ গোলে জিতলেও সেটা তাদের জন্য যথেষ্ট ছিল না। নাপোলি এক পয়েন্টের ব্যবধান রেখেই নাটকীয় মৌসুমে শিরোপা নিশ্চিত করেছে। এটি ছিল তাদের চতুর্থ শিরোপা। ১৯৮৭ ও ১৯৯০ সালে আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার হাত ধরেই এসেছিল প্রথম দুটি ট্রফি।

৩৭ ম্যাচে নাপোলির সংগ্রহ ছিল ৭৯ পয়েন্ট। ইন্টারের অর্জন ৭৮।

ম্যাচ শেষে উচ্ছ্বসিত নাপোলি অধিনায়ক জিওভানি ডি লরেঞ্জো বলেছেন, ‘সবাই এতে অবদান রেখেছে। তবে সবচেয়ে বেশি ভূমিকা ছিল কোচ কন্তের। শীর্ষে পৌঁছাতে তাকে আমাদের প্রয়োজন ছিল। সে ছিল বিস্ময়কর।’


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.