বৃহস্পতিবার | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
সোনায় মোড়ানো আইফোন পেলেন রিশাদ

সোনায় মোড়ানো আইফোন পেলেন রিশাদ

প্রবাহ ডেস্ক: পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর কালান্দার্সের হয়ে সাকিব আল হাসান ব্যাট ও বল হাতে বিবর্ণ থাকলেও রিশাদ হোসেন আলো ছড়িয়েছেন। সালমান মির্জার বলে টপ অর্ডার ভেঙে পড়ার পর বাংলাদেশি লেগ স্পিনার ঝলক দেখান। ৩ উইকেট শিকার করে লাহোর কালান্দার্সকে ফাইনালে তোলায় বড় অবদান রিশাদের। ম্যাচ জয়ের পর ভালো পারফরমারদের পুরস্কৃত করে থাকে লাহোর কর্তৃপক্ষ। গতকালের ম্যাচে ৩ উইকেট নেওয়ায় তিন সতীর্থের সঙ্গে রিশাদ পেয়েছেন আইফোন। বাকি তিন আইফোন বিজয়ী হচ্ছেন- সালমান মির্জা, কুশল পেরেরা ও মোহাম্মদ নাঈম।

লাহোর কালান্দার্সের অ্যাকাউন্টে পোস্ট করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে, ক্লাব পরিচালক সামিন রানা বলেন, ‘পুরস্কার দেওয়া হবে চারটি। তিনটি দেওয়া শেষ। সর্বশেষটা কে পেতে পারেন?’ ড্রেসিংরুমে কয়েক সেকেন্ড সবাই চুপ। হুট করে শোনা গেল রিশাদের নাম।

রিশাদকে প্রশংসায় ভাসিয়ে সামিন রানা বলেছেন, ‘সত্যিই রিশাদ তুমি আমাদের গর্বিত করেছ। তুমি চাপে ছিলে, তখন তুমি ওদের মূল ব্যাটসম্যানদের আউট করেছ, যারা স্পিনের বিপক্ষে ভালো বলেই ধরা হয়। তোমার জন্য থাকছে আইফোন।’

পিএসএলে এখন পর্যন্ত ৬ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন রিশাদ। ওভারপ্রতি রান দিয়েছেন ৯.১০। এদিন আরেক আইফোন পাওয়া পেসার সালমান ১৬ রানে ৩ উইকেট নিয়ে লাহোরের জয়ে বড় ভূমিকা রাখেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.