নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলে গ্রীন এম্বাসিডরদের নিয়ে চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) ইউসেপ রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত ইউসেপ চারটি টেকনিক্যাল স্কুলের গ্রীন এম্বাসিডরদের নিয়ে চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়। চাইল্ড ক্যাম্প শিশু সুরক্ষা, গ্রীন স্কিলস এবং পরিবেশ বিষয়ে আলোকপাত করা হয়। চাইল্ড ক্যাম্প উদ্বোধন করেন মোহা: আব্দুল মান্নান, ডাইরেক্টর, প্রোগ্রাম এন্ড ইনোভেশন, ইউসেপ বাংলাদেশ। তিনি চাইল্ড ক্যাম্প বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। শিশু পরিষদ সদস্যদের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরণনর ব্যতিক্রমী আয়োজনকে সুস্বাগত ও ধন্যবাদ জানান।
অংশগ্রহণের চাইল্ড ক্যাম্প নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন নাদিয়া খাতুন, স্পেশালিস্ট, সোশ্যাল ইনক্লুশন ও সেফগার্র্ডিং, ইউসেপ বাংলাদেশ এবং জান্নাতুল ফেরদৌস, স্পেশালিস্ট, গ্রিভেট প্রজেক্ট, ইউসেপ বাংলাদেশ। এছাড়াও প্রোগামে উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার মো. শাহিনুল ইসলাম, ফাইন্যান্স এন্ড একাউন্টসের সিনিয়র অফিসার মোঃ জাহাঙ্গীর কবির, সোশ্যাল ইনক্লুশন ও এমপ্লয়মেন্ট ইউনিটের ইনচার্জ খন্দকার ফরিদ আহমেদ, টিম লিডার, স্কুলের হেড অব টেকনিক্যাল, ইনস্ট্রাক্টর ও ফোকাল পারসন সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
চাইল্ড ক্যাম্প ফটো কনটেস্ট এক্সিবেশন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, ২০২৫ সালের কর্মপরিকল্পনা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। “শিশুর দক্ষতাই. শিশুর সুরক্ষা” স্লোগানে চাইল্ড ক্যাম্পে অংশগ্রহণকারী গ্রীন এম্বাসিডরবৃন্দ দিনব্যাপী শিশু অধিকার, শিশু সুরক্ষা, গ্রীন স্কিলস ও পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।