প্রবাহ ডেস্ক: নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করছে সরকার বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কুইক রেসপন্স টিম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকর্মীরা দ্রুততার সঙ্গে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত ‘হার ডিগনিটি, হার রাইটস: ইউনাইট ফর স্টপিং ভায়োলেন্স উইমেন অ্যান্ড চিলড্রেন’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ‘বাংলাদেশ শিশু অধিকার সনদে’ স্বাক্ষরকারী একটি দেশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-৫) অনুযায়ী নারী-পুরুষ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা সচেতন নাগরিক এবং সর্বোপরি মানবিক মানুষ হিসেবে দেশের সকল নারী ও শিশুর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সকলের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা মনে করি নারী নির্যাতনের ধীর গতির আইনি ব্যবস্থাকে দ্রুত বাস্তবায়নের নীতি নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সব পক্ষের সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে একটি সমন্বিত ও যৌথ উদ্যোগ গ্রহণ করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।