শনিবার | ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব ফজলুর রহমানকে গ্রেপ্তার দাবিতে বাসার সামনে অবস্থান রোহিঙ্গা সংকট, বিশ্ব সম্প্রদায়ের উচিত প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা: জাতিসংঘ ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দিলো বিএনপি হত্যা মামলায় রিমান্ডে আফ্রিদি, খালেদা জিয়ার সঙ্গে বাবার ছবি দেখিয়ে জামিন চাইলেন আইনজীবী ছাত্রদলকে ডাকসুতে মনোনয়নপত্র ক্রয় করতে না দিতে মব হচ্ছে : রিজভী চিকিৎসা শেষে ফিরলেন মির্জা ফখরুল, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন আনুষ্ঠানিক দা‌য়িত্ব নিলেন পাকিস্তানের নতুন হাইকমিশনার সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা দিতে সেনাবাহিনী প্রস্তুত : সেনাপ্রধান
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী?

প্রবাহ ডেস্ক: একসময় প্রেমপর্ব ভালই চললেও হঠাৎ করে দূরত্ব তৈরি হয় রাজদীপ গুপ্ত এবং তন্বী লাহা রায়ের মধ্যে। একে অপরের ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে দেন তারা দুজনেই। তাতে আরও জোরালো হয় এদের বিচ্ছেদের গুঞ্জন। এর মধ্যেই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তন্বী লাহা রায়।

নিজেদের সম্পর্ক কখনই গোপন রাখেননি রাজদীপ ও তন্বী, একে অপরকে জন্মদিনে আদুরে পোস্ট থেকে দুজনে মিলে ঘুরতে যাওয়ায় নানান মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে সামনে এনেছেন এই দুই তারকা। দু’জনেই মাকে হারিয়ে যেন একে অপরের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন। শুধু তাই নয়, তন্বীর পরিবারের সঙ্গেও দারুন সম্পর্ক তৈরি হয় রাজদীপের। তবে হঠাৎ করে কেন তাঁদের সম্পর্কে তৈরি হল দূরত্ব, তার কারণ জানা যায়নি।

দু’জনেই সামাজিক মাধ্যম থেকে ঘুরতে যাওয়া ও অন্যান্য ছবি মুছে দিয়েছেন। তবে রাজদীপ ও তন্বীর- দু’জনের সামাজিক মাধ্যমের প্রোফাইলেই জন্মদিনের একটি পোস্ট দেখা যায় শুধু। আজ হঠাৎ করে তন্বী ইনস্টাগ্রামে স্টোরিতে পোস্ট করেন, ‘কোনও নারীই এমন পুরুষ চান না, যে পুরুষ অন্য নারীদের সঙ্গে গোপনে ফ্লার্ট করেন’। এই পোস্টের পর থেকে অনেকে মনে করছেন অভিনেত্রীর ইঙ্গিত কি তবে রাজদীপের দিকে? এটাই কি তবে তাঁদের বিচ্ছেদের কারণ? বলাই বাহুল্য, সেই ব্যাপারে কিছুই স্পষ্ট করেননি অভিনেত্রী।

তবে এই ধরনের পুরুষ যে অন্যান্য নারীর মতো তিনিও একেবারে পছন্দ করেন না তা বেশ বুঝিয়ে দিয়েছেন তন্বী। প্রসঙ্গত, এর আগে অভিনেত্রী জেসমিনের সঙ্গেও ঘনিষ্ঠতা তৈরি হয় রাজদীপের, সেই সম্পর্কও খুব বেশিদিন টেকেনি। জেসমিনের সঙ্গে নানান মুহূর্তের ছবি সামাজিক মাধ্যম থেকে মুছে দেন রাজদীপ। ঠিক একই ঘটনা যেন ঘটল রাজদীপ ও তন্বীর ক্ষেত্রেও। এই মুহূর্তে ‘জি বাংলার চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.