প্রবাহ ডেস্ক: নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলছে চারদিনের ম্যাচ। বৃহস্পতিবার ভালো অবস্থানে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষে করেছে সফরকারী নিউজিল্যান্ড। এদিন বাংলাদেশ ‘এ’ দলকে ৩৫৭ রানে থামিয়ে এক উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করেছে তারা। দিন শেষে কিউইরা পিছিয়ে ২৫৩ রানে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় দিনে বৃষ্টির প্রভাব ছিল। এক ঘণ্টা বিলম্বে ম্যাচ শুরু হলেও খেলা হয় মাত্র তিন ওভার। এরপর আবার বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। লাঞ্চ বিরতির পর একটায় পুনরায় খেলা শুরু হয়। বাংলাদেশ দল দ্বিতীয় দিনে আরও ১০৪ রান যোগ করে অলআউট হয়। এক রানে অপরাজিত থেকে আজ ব্যাটিংয়ে নাম: মাহিদুল ইসলাম অঙ্কন ২৪ রানে আউট হন। এছাড়া আগের দিন ১৬ রানে অপরাজিত থাকা অমিত পান হাফ সেঞ্চুরির দেখা। খেলেন ৬৭ রানের ইনিংস। এছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৮ রানের ইনিংস। সবমিলিয়ে বাংলাদেশ ৮৯.৫ ওভারে ৩৫৭ রানে অলআউট হয়।
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে জায়দন লেনক্স ও বেন লিস্টার তিনটি করে উইকেট শিকার করেন। দুটি উইকেট নেন জাকারি ফাউকলস।
বাংলাদেশকে অলআউট করে ব্যাটিংয়ে নামা কিউই ব্যাটাররা শুরুতে উইকেট হারালেও দিনশেষ করেছে স্বস্তি নিয়েই। সপ্তম ওভারে রাইস মারিউ (১৪) ফেরার পর দ্বিতীয় উইকেটে কার্টিস হেফি ও জো কার্টার মিলে অবিচ্ছিন্ন ৮০ রানের জুটি গড়েছেন। আর তাতেই তাদের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেটে ১০৪ রান। কার্টার ৪৮ ও হেফি ৪১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি শিকার করেন খালেদ আহমেদ।