প্রবাহ ডেস্ক: বিয়ের পর প্রথম কান ফিল্ম ফেস্টিভ্যালে পা রেখেই নজর কাড়লেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। একেবারে সাদামাটা অথচ ঐতিহ্যবাহী সাজে, সিঁথিতে সিঁদুর পরে বিশ্ব মঞ্চে ভারতীয় নারীত্বকে নতুন করে মেলে ধরলেন ‘হীরামন্ডি’ খ্যাত এই অভিনেত্রী।
দ্বিতীয় দিনের জন্য অদিতির লুক ছিল দারুণ গ্ল্যামারাস তিনি পরেছিলেন আগুনরাঙা লাল শাড়ি, যার পাড়ে ছিল নীল রঙের সূক্ষ্ম কাজ। সঙ্গে ছিল লাল স্লিভলেস ব্লাউজ, স্টেটমেন্ট নেকপিস আর দুল। তবে গোটা লুকের হাইলাইট ছিল তাঁর কপালের লাল টিপ আর সিঁথির সিঁদুর, যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ক্যাপশনে অদিতি লেখেন, “আই কান” আর সেই এক লাইনেই ভরে ওঠে গর্ব আর গ্ল্যামার।
ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বার্তা বাক্স। কেউ লিখেছেন, “আপনার সিঁদুরটাই গোটা লুককে পূর্ণতা দিয়েছে।” আরেকজনের কথায়, “এবারের কানে এই লুকটাই সবচেয়ে মার্জিত ও সুন্দর।” এক ফ্যানের মতে, “সিঁদুরটা যেন আরও ঔজ্জ্বল্য বাড়িয়েছে অদিতির লুকের!”
এর আগে প্রথম দিন তিনি র্যাঁম্পে হেঁটেছিলেন রাহুল মিশ্রর ডিজাইন করা ঝলমলে ওম্ব্রে গাউনে, সঙ্গে ছিল চোপার্ডের গয়না ও মিনিমাল মেকআপ।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরেই দক্ষিণ ভারতীয় রীতিতে আদিতি বিয়ে করেন অভিনেতা সিদ্ধার্থকে। বিয়েটি হয়েছিল তেলেঙ্গানার শ্রীরঙ্গনায়কস্বামী মন্দিরে। বিয়ের দিন অদিতি পরেছিলেন সব্যসাচীর লেহেঙ্গা, আর সিদ্ধার্থ পরেছিলেন হাতের বুননের ধুতি আর সিল্ক কুর্তা উভয়ের মধ্যেই ছিল ঐতিহ্যের ছোঁয়া আর রাজকীয়তা।
এখন বলাই যায়আদিতির রেড কার্পেট লুক যতটা গ্ল্যামারাস, ততটাই গভীর তাঁর দেশের সংস্কৃতির ছাপ।