বুধবার | ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে নারী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: চাঁঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বুধবার (২১ মে) সকালে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী।

প্রধান অতিথির বক্তৃতায় আজাহার আলী বলেন, সন্তানের লেখাপড়ার খরচ হচ্ছে স্থায়ী বিনিয়োগ। আপনি যদি আপনার সন্তানের জন্য খরচ করেন তাহলে ভবিষ্যতে তা অনেক গুণ সুফল বয়ে নিয়ে আসবে।

তিনি বলেন, যেসব মায়েরা সন্তানের লেখাপড়ার সময় বলে তুমি পড় আমি পাশের বাসায় গেলাম, তাদের সন্তান হয়তো পড়ালেখা করে কিন্তুু বেশি মনোযোগী হয়না। সন্তানরা সঠিকভাবে পড়াশুনা করছে কিনা, সন্তান কার সাথে মিশে, সন্ধ্যার পর বাড়ী ফিরছে কিনা; সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং তার স্বাস্থ্যের প্রতি সুনজর দিতে হবে।

তিনি আরও বলেন, অল্প বয়সে ভালো ছেলে পাওয়া গেছে বলে বিয়ে দেয়ার প্রবণতা এ অঞ্চলে অনেক বেশি। এটি পরিহার করে বাল্য বিবাহ বন্ধ করতে সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে চাঁঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহা. হাফিজুর রহমান, শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহা. আনোয়ারুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তাগণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, বাল্য বিবাহের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক ও গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহারসহ বিভিন্ন সমসাময়িক বিষয়ে সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.