বৃহস্পতিবার | ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নিজেদের ছবি উধাও, পোস্টে কাঁটাছেঁড়া! রাজদীপ-তন্বী প্রেমভাঙার নেপথ্যে কি অন্য নারী? ৬ সীমান্ত দিয়ে ১০৫ জনকে বিএসএফের পুশইন সকালে ঘুম থেকে উঠে এই ৫ ভুল করলেই বারোটা বাজবে লিভারের! অজান্তেই তিলে তিলে শেষ হবে শরীর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল আরএমপি ডিবির অভিযানে ১০টি চোরাই মোবাইলসহ গ্রপ্তার ১ সরকারি হাসপাতাল পরিচ্ছন্নের কাজ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে কি না, পুনর্বিবেচনা করবে বিএনপি দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ‘এ’ দল ২৫৩ রানে পিছিয়ে ডেঙ্গুতে একদিনে ৪৬ জন হাসপাতালে ভর্তি, করোনায় সংক্রমিত ৬ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে, ইশরাক আন্দোলন স্থগিত করলেন
রাবিতে বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সেমিনার

রাবিতে বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক আজ বুধবার রাবি উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে উপাচার্য রাষ্ট্রদূতকে রাবির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রসঙ্গক্রমে তিনি কোরিয়ার সমপর্যায়ের প্রতিষ্ঠানসমূহের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে রাষ্ট্রদূত সেই বিষয়ে তাঁর আগ্রহ ব্যক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন। তিনি রাবিতে কোরিয় ভাষা শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের বিষয়েও আগ্রহের কথা জানান।

মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার, ইনস্টিটিউট অব ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজেজের পরিচালক প্রফেসর এ এফ এম মাসউদ আক্তার, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম, ঢাকাস্থ কোরিয় দূতাবাসের সাংস্কৃতিক কর্মকর্তা কুয়ুং-রে লি, রাষ্ট্রদূত পত্নী জাকুয়ুং-কু ও তাঁর কন্যা ইউজিং পার্কসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

পরে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে বাংলাদেশ-কোরিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে এক বক্তৃতা অনুষ্ঠিত হয়। এই বক্তৃতায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। সেখানে অন্যদের মধ্যে রাবি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খানও বক্তৃতা করেন।

রাষ্ট্রদূত সেখানে প্রশ্নোত্তর পর্বে প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর দেন। সেমিনারে রাবির বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক ও কোরিয়ান অ্যালামনাসরা অংশ নেন।

সেমিনারটি সঞ্চালনা করেন রাবি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মোহাম্মদ সাজ্জাদুর রহিম।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.