বৃহস্পতিবার | ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
রাবির সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এর চুক্তি স্বাক্ষর

রাবির সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এর চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাথে মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এক বীমা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় রাবির সহায়ক, সাধারণ ও পরিবহণ টেকনিক্যাল কর্মচারীরা গোষ্ঠী বীমা সুবিধা পাবে। চুক্তির মেয়াদ হবে ১ জুন ২০২৫ থেকে পরবর্তী ৩ বছর। আজ বুধবার রাবির শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে এই চুক্তি স্বাক্ষর করা হয়।

এতে রাবির পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ ও মেটলাইফ ইন্স্যুরেন্স লি. এর পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট বিজনেস) মোহাম্মদ শাফিকুল আলম ও ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহমান স্বাক্ষর করেন।

সেখানে অন্যদের মধ্যে উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত হিসাব পরিচালক প্রফেসর মোহাম্মদ নির্ঝর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.