সোমবার | ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

স্কুল পড়ুয়া নাবালিকা অপহরণ মামলার মূলহোতাসহ ০২ জন গ্রেফতার

স্কুল পড়ুয়া নাবালিকা অপহরণ মামলার মূলহোতাসহ ০২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নবম শ্রেণী পড়ুয়া নাবালিকা অপহরণ মামলার মূলহোতাসহ ০২ জন আসামীকে গ্রেফতার ও অপহৃত স্কুল ছাত্রীকে৬ উদ্ধার করেছে র‌্যাব-৫।

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ১৮ মে ২৫ তারিখ সকাল ১০ টা ২৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা
থানার কালেক্টরেট পার্ক নামক এলাকায় অভিযান চালিয়ে নাবালিকা অপহরণ মামলার মূলহোতা আব্দুল্লাহ আল মুবিন (২৯), পিতা-রবিউল ইসলাম ও সহযোগি রবিউল ইসলামকে (৫৫) গ্রেফতার করা হয়।

তারা দুজনই নাটোর সদর উপজেলার লোচনগর খামারপাড়া এলাকার বাসিন্দা। অভিযানে উদ্ধার করা হয় অপহৃত স্কুলছাত্রী এবং জব্দ করা হয় দুটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড।

ঘটনার শুরু ১৩ এপ্রিল ২০২৫ তারিখে, যখন নবম শ্রেণির ওই ছাত্রী কোচিংয়ে যাওয়ার পথে মতিহার থানাধীন মসজিদ মিশন একাডেমি স্কুলের সামনে থেকে পূর্বপরিচিত আকাশ নামের এক যুবক ও তার সহযোগীরা বিয়ের প্রলোভন দেখিয়ে সিএনজিতে তুলে নিয়ে যায় এবং অজ্ঞাত স্থানে অপহরণ করে।

এরপর ১৮ এপ্রিল ভিকটিমের মা মতিহার থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং অবশেষে ১৮ মে সকালে অপহরণ মামলার ১ নম্বর আসামী আকাশ ও ৩ নম্বর আসামী রবিউল ইসলামকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের এবং উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.