প্রবাহ ডেস্ক: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, সাংবাদিকদের অবশ্যই দায়িত্বশীল হতে হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে হবে।
রোববার (১৮ মে) দিনব্যাপী বরিশাল সার্কিট হাউজের সভাকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মশালায় বরিশাল জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিচারপতি এ কে এম আব্দুল হাকিম আরও বলেন, রাজনীতি ভালো, এটা অবশ্যই করা যাবে। তবে রাজনীতি রাজনীতির জায়গায় আর সাংবাদিকতা সাংবাদিকতার জায়গায়। দলীয় রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে, যাতে সাংবাদিকতায় এর প্রভাব না পড়ে।
তিনি বলেন, গণমাধ্যমের নিজস্ব মতামত বর্জন করতে হবে, এটা থাকলে গণমাধ্যমের গ্রহণযোগ্যতা থাকবে না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি গণমাধ্যমের দায়িত্বশীলতাকে প্রতিষ্ঠা করে। অপরাধ প্রমাণিত না হলে কাউকে অপরাধী বলা যাবে না। আর আইন-আদালতের প্রতিও শ্রদ্ধাশীল থাকতে হবে। কারণ আইন মানার প্রবাণতা থাকলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।
তিনি আরও বলেন, সাংবাদিক সুরক্ষা আইন হচ্ছে, খুব শিগগিরই এটা হয়ে যাবে।
বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্র্যাফিক) মো. শরফুদ্দীন, বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছা. আফরোজা নাইচ রিমা, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাসিম উল আলম, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন, হুমায়ুন কবির, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, ক্রীড়া সম্পাদক খান রুবেল প্রমুখ।
কর্মশালায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মো. আব্দুস সবুর বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি প্রতিপালনের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।