রবিবার | ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে রাজশাহীর পিবিআই এর পুলিশ সুপার রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১ রাজশাহীতে একদিনে ৪ জনের মৃতদেহ উদ্ধার রাজশাহীতে আইনশৃংখলা ব্যবস্থার জোরদার ও আসামীদের আটকের দাবীতে বিএনপি’র স্মারকলিপি প্রদান ঢাকা সেনানিবাসের আশপাশের কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ফের দুষ্কৃতিকারীদের হাতে নগদের নিয়ন্ত্রণ, বাংলাদেশ ব্যাংকের উদ্বেগ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন জরুরি রাজশাহীর শিবনদ থেকে যুবকের বস্তাবন্দী হাড়গোড় উদ্ধার রাজশাহীতে মিথ্যা হত্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
রাজশাহীর পিবিআই এর পুলিশ সুপার রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

রাজশাহীর পিবিআই এর পুলিশ সুপার রাজশাহীতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দীর্ঘ ৩ বছর ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করলো পিবিআই। এঘটনায় হত্যাকারীকে গ্রেপ্তারের পর রিমান্ড শেষে ১৭ মে রাতে প্রেস রিলিজ এর মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ২১ সালের জুলাই মাসের ১৪ তারিখে পুঠিয়া থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। পরে মামলার আসামি গ্রেপ্তার ও হত্যা কান্ডের রহস্য উদঘাটনের জন্য আদালত পিবিআই রাজশাহীকে দায়িত্ব প্রদান করেন। তার পরে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি (চলতি দায়িত্বে) মোস্তফা কামাল এর সার্বিক নির্দেশনায়, রাজশাহীর পিবিআই এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মনিরুল ইসলাম এর নির্দেশে উপ-পুলিশ পরিদর্শক(নি:) মতিউর রহমান এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১৩ মে দুপুর সাড়ে ১২ টার দিকে মোল্লাপাড়া গ্রামে বেলালের মদিনা ইটভাটা হতে তদন্তে প্রাপ্ত আসামি পূর্ব ধোপাপাড়া গ্রামের মৃত সন্তোস কুমার সরকারের ছেলে উত্তম কুমার সরকার (৩৭) কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে ১৪ মে আসামীকে রাজশাহী আদালতে হাজির করে রিমান্ডের জন্য আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মুন্জুর করেন। আসামীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে খুন করার কথা স্বীকার করে ।

জানায়, হত্যার দুই মাস পূর্বে ভিকটিম আতেকার জমির উপর দিয়ে ট্রলি গাড়ি নিয়ে যাওয়ার জন্য আসামি উত্তম কুমারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হাঁসুয়া দ্বারা কাটতে আসে। উক্ত ঘটনার পর থেকে আসামি উত্তম পরিকল্পনা করতে থাকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। ঘটনার দুই মাস পর বিধবা আতেকা ছাগল চরাতে মাঠে যাই এমন সময় আসামী আতেকাকে দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে বাঁশের মুগর দিয়ে আতেকার মাথায় আঘাত করে। আঘাত পেয়ে মাটিতে পড়ে গেলে ভিকটিমের হাত থেকে ধারালো হাঁসুয়া কেরে নিয়ে গলায় উপরর্যুপরি কোপ মেরে হত্যা করে। হত্যাকান্ডের সময় আসামির পরনের গেঞ্জি রক্তাক্ত হলে বাড়িতে গেঞ্জি ধৌত করে ফেলে। পরে অজ্ঞাত নামা আসামী করে ভিকটিমের ছেলে আতিকুর রহমান বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করে।

রাজশাহীর পিবিআই এর পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মনিরুল ইসলাম বলেন, তদন্তে প্রাপ্ত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে রাজশাহীর আদালতে হাজির করলে আসামি আদালতে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক স্বেচ্ছায় নিজের দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। পরে আদালত আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.