শনিবার | ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা নিয়ে ভবিষ্যত গড়তে চাই: মনোজ কুমার আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন: আইন উপদেষ্টা নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে ছেলেকে ছুরিকাঘাত করে হত্যা, স্ত্রী গুরুতর আহত আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের সংসদ নির্বাচনের দিন গণভোট: প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারির পর নির্বাচন মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল রাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ জন জাতীয় সংসদের অর্ধেক আসন চায় নারীরা
আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে হেরোইন ও মাদক বিক্রিত অর্থ উদ্ধার; গ্রেফতার ১

প্রবাহ ডেস্ক: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ২২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রিত নগদ টাকা উদ্ধারসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: বুলবুল হোসেন (২৫) রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়ার মো: জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, ১৭ মে ২০২৫ খ্রিস্টাব্দ সকালে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাসিদ ফরহাদের নেতৃত্বে সেনাবাহিনী ও র্যাব-৫, রাজশাহীর সমন্বয়ে একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকায় এক ব্যক্তি তার বাড়িতে হেরোইন বিক্রি করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ঐ টিম সকাল পৌনে ৯ টায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলকে গ্রেপ্তার করে। এসময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ১২ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

এদিকে একই দিনে যৌথ বাহিনী কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া এলাকার ডলি বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের ১ লক্ষ ৩৮ হাজার ৯০ টাকা নগদ উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আসামি ডলি বেগম কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.