শনিবার | ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহীতে মিথ্যা হত্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে মিথ্যা হত্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ধরমপুর গ্রামে পারিবারিক জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। ১৭মে,শনিবার দুপুরে রাজশাহী মডেল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রহিদুল ইসলাম ও তার পরিবার তাদের লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে রহিদুল জানান, গত ৭ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মাঝে এলাকাবাসীর সংঘর্ষে তার চাচাতো চাচা আব্দুস সোবহান আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ষড়যন্ত্রমূলকভাবে রহিদুল ও তার বৃদ্ধ পিতা-মাতা সহ পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

এতে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় বাড়ি ছাড়তে বাধ্য হন। এই সুযোগে অভিযুক্ত প্রতিপক্ষরা তাদের ঘরবাড়ি ভাঙ্চুর করে নগদ অর্থ ও ফসল লুট করে নিয়ে যায়। বিষয়টি থানায় জানানো হলেও অদ্যাবধি ঘটনাস্থল পরিদর্শন বা কোনো মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।
এই মামলার ঘটনা নিয়ে আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ নানা ষড়যন্ত্র করছেন ধরমপুর গ্রামের বিএনপি সমর্থক রবিন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনা স্থলে সরজমিনে তদন্ত করে, আইনি পদক্ষেপ গ্রহনে প্রশাষনের আইনি সহায়াতা ও তাদের নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী পরিবারটি।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.