নিজস্ব প্রতিবেদক: ভারতের ফারাক্কা বাঁধের কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ঐতিহাসিক ফরাক্কা লংমার্চের ৪৯ তম বর্ষপূর্তি উপলক্ষে। র্যালি ও আলোচনা সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আমরা ভারতের সাথে চুক্তি নবায়ন করব। এর ব্যত্যয় ঘটলে আন্তর্জাতিক আদালতে যাবো।
দিবসটি উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী কলেজের সামনে থেকে র্যালি শুরু হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজশাহী কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি মাহাবুব সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।