শনিবার | ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ ফারাক্কার কারণে বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে ‘মুডা-মুরি-মুরা’ তিন জাপানি টোটকায় গতি হবে তুফানি, বদলে যাবে জীবন, আর ভুগবেন না হীনম্মন্যতায় ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ, আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল জনগণের সমর্থনেই আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে : প্রেস সচিব কারবানি ঈদে প্রত্যেক হাটে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা তথ্য-প্রমাণহীন অভিযোগ ও দায় চাপানোর রাজনীতি বন্ধ চায় শিবির উড্ডয়নের পরেই পড়ে গেল চাকা, ৭১ যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি ২ মিনিটের মধ্যে রুম থেকে বের হোন, ঢাবি কর্মকর্তাদের ছাত্রদল-বামপন্থিরা
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি

ওয়ালউির রহমান বাবু: ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লং মাচের্র ৪৯ বর্ষপূর্তি দিবস। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে মরণ বাঁধ ফারাক্কা অভিমুখে লাখো গণমানুষের লংমার্চ অনুষ্ঠিত হয়। সে খবর উপমহাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে যায়। এই দিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে দাবি আদায়ের পক্ষে আজো প্রেরণার উৎস হয়ে আছে।

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন বাংলার কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের নয়নমনি। তিনি আজীবন ব্রিটিশ বিরোধী সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী এক অনন্য সংগ্রামী। বাংলার নিপীড়িত মানুষের অধিকার আদায়ে জনগণকে রাজনৈতিকভাবে সংগঠিত করতে ছুটে বেড়িয়েছেন গ্রাম-গঞ্জ-হাঁট-মাঠ-শহরে-বন্দরে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে, জমিদার ও সুদখোর মহাজনবিরোধী কৃষক-মজুরদের দাবি আদায়ে মজলুম জননেতা আব্দুল হামিদ খাঁন ভাসানী ছিলেন সংগ্রামী নেতা।

পরিবেশ মানুষ ও নদী বাঁচাতে তিনি ফারাক্কা লং মার্চে সেদিন নেতৃত্ব দেন। সেদিনের লং মার্চটি ছিল বাংলাদেশের প্র্রতিবেশি দেশ ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে গণ মানুষের প্রতিবাদ। দেশের বিভিন্ন প্রান্তথেকে বিভিন্ন স্তরের মানুষ এতে অংশ নেয়। সেদিন ১৬ মে রবিবার সকাল ১০ টায় রাজশাহী জেলা সদরের মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়। গণ মানুষের এই লং মার্চ রাজশাহী জেলার গোদাগাড়ী থানার প্রেমতলী গ্রামে পৌছে দুপুরে বিরতির পর আবার যাত্রা শুরু করে। সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ কলেজ মাঠে পৌঁছায়। কলেজ মাঠে রাত যাপনের পরের দিন সোমবার সকাল ৮টায় আবার যাত্রা শুরু হয়। লং মার্চে অংশগ্রহণকারীরা নিজেরাই নৌকা দিয়ে কৃত্রিম সেতু তৈরি করে মহানন্দা নদী পার হন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পার হয়ে কানসাট হাইস্কুল মাঠে পৌঁছে সমবেত জনতার উদ্দেশ্যে মজলুম জননেতা মওলানা ভাসানী তার বক্তব্য বলেন “বাংলার মানুষ এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পায় না। কারো হুমকিকে পরোয়া করে না”। তিনি বলেন, “আজ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কানসাটে যে ইতিহাস শুরু হয়েছে তা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নতুন অধ্যায়ের সৃষ্টি করলো”। ইস্যুতে

মাওলানা ভাসানী ফারাক্কা বাঁধকে বাংলাদেশের জন্য মরণবীধ বলে উল্লেখ করেন। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ সফল হওয়ার কারণে এটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়। এই লং মার্চ জাতীয় ঐক্যমত্য সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করে। ১৯৭৭ সালে ভারত বাংলাদেশের সঙ্গে গঙ্গার পানি নিয়ে একটি চুক্তি করে। এই চুক্তিতে শুষ্ক মওসুমে বাংলাদেশ উপযুক্ত পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা পায়। চুক্তি শেষ হবার পর ৩০ বছর মেয়াদি যে আরএকটি চুক্তি হয় তাতে বাংলাদেশ লাভবান হয়নি। এবছর ডিসেম্বর মাসে এই চুক্তির মেয়াদ শেষ হবে।

নতুন চুক্তি করার আগে বাংলাদেশকে ১৯৯৭ সালে জাতিসংঘ কর্তক প্রনীত আইনের স্বপক্ষে স্বাক্ষর করিয়ে নেয়া অত্যন্ত জরুরী। এছাড়া বাংলাদেশ পানি পাওয়ার ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হবে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বর্ষপূর্তি পালনে বর্ষপূর্তি উৎযাপন কমিটি, রাজশাহী ১৬ মে শুক্রবার কর্মসূচি গ্রহন করেছে। দুপুর ৩ টায় রাজশাহী কলেজের সামনে থেকে প্রতিকী লংমার্চের পর বিকেল ৪ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে আলোচনা সভায়, ফারাক্কা লংমার্চের ৪৯ বর্ষপূর্তি উদযাপন কমিটি আহবায়ক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্তে প্রধান অতিথি থাকবেন ফরিদা আখতার, উপদেষ্টা, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়, সম্মানিত অতিথি থাকবেন, প্রফেসর ড. সালেহ হাসান নকীব উপাচার্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেনজিন খান, লেখক ও গবেষক, পরিচালক, প্রাচ্যসংঘ, যশোর, ফারুক ওয়াসিফ, মহাপরিচালক, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ, মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, প্রফেসর মু: যহুর আলী অধ্যক্ষ, রাজশাহী কলেজ, মূল প্রবন্ধ পাঠ করবেন, প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

তথ্য সুত্র সিনিয়র সাংবাদিক আহম্মেদ সফিউদ্দিন আহম্মেদ। সনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব জামাল কাদেরী, গবেষক মাহাবুব সিদ্দিকি। লেখক তথ্য সংগ্রাহক সমাজ ও সাংস্কৃতিক কর্মী, রাজশাহী। ০১৯১১-৮৯৪২৬০


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.