বুধবার | ১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
‘তৃণমূলে ওষুধের প্রাপ্যতা কমাবে উচ্চ রক্তচাপের প্রকোপ’: সাংবাদিক কর্মশালায় বক্তারা জি এম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা ২১ আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট `অপরাধবোধ ও বিবেকের তাড়নায় আমি রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি’ রাজশাহীর আদিবাসি সাঁওতাল পল্লীতে কালোথাবা, ৫ সেপ্টেম্বরের মধ্যে পল্লী ছাড়তে হুমকি নুরের ওপর হামলায় জামায়াত জড়িত, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে: ছাত্রদল নেতা আমান তারেক রহমানের ৩১ দফার বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে: বেগম সেলিমা রহমান নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না, সরকারের বিবৃতি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন প্রতিহত করার কোনও শক্তি নাই: প্রেস সচিব

ট্রেন চালক

ট্রেন চালক
—————-

★গ্রীষ্ম শীতে হর্ণ বাজিয়ে ট্রেন চলে,
বুকের ভেতর দুমড়ে মুচড়ে একাকার,
ট্রেনের চালক কেমন মানুষ কে জানে,
তাঁদের হাতে হয়তো থাকে প্রভুর হাত !

মান্ধাত্বার সব কোচ, ইঞ্জিন আর রেললাইন,
এখনও আছে সেই পুরাতন সিগনালিং !
স্লিপার ব্যালাস্ট প্যান্ড্রোল ক্লিপ স্বল্পতায়,
কুয়াশা ঘোরে দুর্বৃত্তদের রমরমা !
অন্ধকারে লাইন কাটে কুলাঙ্গার,
হিংসা লোভে আগুন জ্বালায় অমানুষ,
মানুষ মেরে ওরাই নাকি ধন্য সব !
কুজ্ঝটিকায় ট্রেনের সামনে সমুদ্র,
সাগরতলায় যায় যেন তার রেলগাড়ী,
ঘোর কুয়াশায় ধোঁয়াশাতে সব ঢাকা !
তারপরও তার চলা ছাড়া উপায় নাই,
চলতে চলতে কখনও যদি জড়তায়,
অনিচ্ছায়ও দুর্বলতা ঘিরে নেয়,
ওরাই হবে বলির পাঁঠায় গন্য !

পেটের দায়ে জীবন তাঁদের ঝুঁকিতে,
ছুটিছাটা নাই নাকি ঐ কপালে,
পাইলটিংএ মানুষরূপি রোবট সব,
একলা বসে আঁধার কেটে ট্রেন টানে,
বুকে তাঁদের বিশাল পাষাণ শূন্যতা !
ভুল চালকদের অভিধানে লেখা নাই,
চুন থেকে পান খসলে তাঁদের চাকরি যায়,
পানিশমেন্টে সার্ভিস বুক রক্তলাল !

দিনে দিনে দায় বাড়ানো যন্ত্রণা,
দিনশেষে যাঁর বিশ্রামেরও বালাই নাই,
তাঁদের হাতেই জানমাল চাই নিরাপদ,
হোকনা ওরা লক্ষ জ্বালায় অতিষ্ঠ !
যাত্রী আমরা থাকবো নানান ছন্দে,
দ্বন্দ্ব দিধা ট্রেন চালকদের গলার হার,
আমরা কেনো পীড়া-প্যারার ধারবো ধার,
ট্রেন চলবে বকুল বেলীর গন্ধে !

উপেক্ষিত বঞ্চিত সব ট্রেনচালক,
শব্দে শব্দে শুনায় কত সুখের সুর,
যেসব সুরে নিত্য নতুন বিনোদন,
যার আবেদন নেই চালকদের সংসারে!
পদ্মাসেতু মংলা বন্দর কক্সবাজার,
রেলগাড়ীতে আনন্দের দিন বাড়ছে !
স্বস্তি শান্তি সুখে থাকা বিনোদন,
একে একে ট্রেনচালকদের ছাড়ছে !

হারছে দেখি নিয়মনীতির ঐকতান,
হারাচ্ছে সব আপন বিবেক হারামখোর,
আরাম আয়েশ স্বপ্ন হারায় ট্রেন চালক,
কখন যে হায় আসবে তাদের নতুন ভোর !

লেখক পরিচিতি:
আবুল কালাম আজাদ
ট্রেন চালক (অবঃ)
রাজশাহী


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.