শুক্রবার | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রাজশাহী বিভাগের কারাগার গুলোতে ধারণক্ষমতার দ্বীগুন বন্দি,স্বাস্থ্য ঝুঁকিতে তারা

রাজশাহী বিভাগের কারাগার গুলোতে ধারণক্ষমতার দ্বীগুন বন্দি,স্বাস্থ্য ঝুঁকিতে তারা

প্রবাহ ডেস্ক: গত বছরের আগস্ট মাসে অন্তরবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজশাহী বিভাগের আট কারাগারে বন্দি সংখ্যা কমেছে প্রায় তিন হাজার। যদিও রাজশাহী বিভাগের এসব কারাগারে এখনও ধারণক্ষমতার চেয়ে বন্দি প্রায় দ্বিগুণের বেশি।
এর ফলে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বন্দিরা।

বিভাগের কারাগারগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী বিভাগের আট কারাগারে হাজতি, কয়েদি বন্দি ধারণক্ষমতা আছে ৪৯১৭ জনের। এর মধ্যে পুরুষ চার হাজার ৬৮৩ ও নারী ২৩৪ জনের। সশেষ গত ১৩ মে কারাগারগুলোতে বন্দি ছিলেন ৯৭৮৮ জন। এর মধ্যে পুরুষ ৯৩৮৮, নারী ৩৯০ ও বন্দি মায়েদের সঙ্গে শিশু আছে ২৮ জন।

কারাবিধি অনুযায়ী, একজন বন্দির থাকার জন্য ন্যূনতম ছয় ফুট করে দৈর্ঘ্য ও প্রস্থের জায়গা থাকতে হয়। কারাগারে সেটা মানা সম্ভব হয় না। কারাগারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলছেন, ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি রাখতে হয় বলে তারা কারাবিধি মানতে পারেন না। কারাগারে যথেষ্টসংখ্যক কারারক্ষী না থাকায় শৃঙ্খলা রক্ষা করাও কঠিন।

২০২৪ সালের ৪ আগস্টের তথ্যমতে, ওই দিন কারাগারগুলোতে বন্দি ছিলেন ১২ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ছিলেন ১২ হাজার ১১৪, নারী ৪৮৯ ও মায়েদের সঙ্গে শিশু ছিল ৪৯ জন। ৫ আগস্টের পর থেকে কারাগারগুলোতে হাজতি-কয়েদির সংখ্যা কমেছে। তারা জামিন নিয়ে কারামুক্ত হয়েছেন।

বিভাগীয় কারা উপমহাপরিদর্শকের (ডিআইজি প্রিজন) কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণক্ষমতা এক হাজার ৪৬০। সেখানে ১৩ মে বন্দি ছিলেন দুই হাজার ৮৭৫ জন। যা ধারণক্ষমতার প্রায় দ্বিগুণের বেশি। এর মধ্যে ১৪৬ জন নারী বন্দি। তবে গত ৪ আগস্টে বন্দি ছিলেন ৩৫৫১ জন।

বগুড়া কারাগারে বন্দি ধারণক্ষমতা ৭৭৫ জন। ১৩ মে পর্যন্ত বন্দি ছিলেন এক হাজার ৮৫১ জন। যা ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এর মধ্যে ৭১ জন নারী বন্দি রয়েছেন। তবে গত বছরের ৪ আগস্টে ৭২০ জন ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন দুই হাজার ১৩৬ জন।

সিরাজগঞ্জ কারাগারে বন্দি ধারণক্ষমতা ৩৫২ জন। ১৩ মে ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন এক হাজার ৫৮ জন। যা ধারণক্ষমতার প্রায় তিন গুণ। এর মধ্যে ২৮ জন নারী বন্দি রয়েছেন। তবে গত বছরের ৪ আগস্টে ৩০৪ জন ধারণক্ষমতার বিপরীতে এ কারাগারে বন্দি ছিলেন এক হাজার ৫৯৬ জন।

নওগাঁ কারাগারে বন্দি ধারণক্ষমতা ৫৮৭ জন। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন এক হাজার ২৪৮ জন। যা ধারণক্ষমতার দ্বিগুণের বেশি। এর মধ্যে ৪৮ জন নারী বন্দি রয়েছেন। তবে গত বছরের ৪ আগস্টে সমান সংখ্যক ধারণক্ষমতার বিপরীতে এ কারাগারে বন্দি ছিলেন এক হাজার ৪৫১ জন।

পাবনা কারাগারে বন্দি ধারণক্ষমতা ৮২১। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন এক হাজার ৯১ জন। যা ধারণক্ষমতার চেয়ে বেশি। এর মধ্যে ২৬ জন নারী বন্দি রয়েছেন। তবে গত ৪ আগস্টে ৫৭১ জন ধারণক্ষমতার বিপরীতে এই কারাগারে বন্দি ছিলেন এক হাজার ৪০৭ জন।

চাঁপাইনবাবগঞ্জ কারাগারে বন্দি ধারণক্ষমতা ৫৯৫ জন। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন ৬৫১ জন। যা ধারণক্ষমতার চেয়ে একটু বেশি। এর মধ্যে ২৪ জন নারী বন্দি রয়েছেন। তবে গত ৪ আগস্টে ১৭৫ জন ধারণক্ষমতার বিপরীতে এই কারাগারে বন্দি ছিলেন এক হাজার ১২ জন।

নাটোর কারাগারে বন্দি ধারণক্ষমতা ২০০ জন। ১৩ মে পর্যন্ত বন্দি ছিলেন ৬১১ জন। যা ধারণক্ষমতার তিন গুণ বেশি। এর মধ্যে ২১ জন নারী বন্দি। তবে গত ৪ আগস্টে এই কারাগারে বন্দি ছিলেন ৮১৯ জন।

জয়পুরহাট কারাগারে বন্দি ধারণক্ষমতা ১২৭ জন। ১৩ মে এই ধারণক্ষমতার বিপরীতে বন্দি ছিলেন ৫২৩ জন। যা ধারণক্ষমতার চারগুণের বেশি। এর মধ্যে ১৬ জন নারী বন্দি। তবে গত ৪ আগস্টে বন্দি ছিলেন ৬৩১ জন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা উপ-মহাপরিদর্শক মো. কামাল হোসেন বলেন, ‘বন্দি কমেছে সব কারাগারে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মন্তব্য করতে পারবো না।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.