বৃহস্পতিবার | ১৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আইপিএলে দল পেলেন মুস্তাফিজ, দেশ ছাড়ার আগে যা বললেন

আইপিএলে দল পেলেন মুস্তাফিজ, দেশ ছাড়ার আগে যা বললেন

প্রবাহ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দলের সঙ্গে আরব আমিরাতের বিমান ধরেছেন পেসার মুস্তাফিজুর রহমানও।

আজ বুধবার দুই ভাগে বিভক্ত হয়ে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। প্রথম দফায় সকাল দশটার বিমান ধরেছেন ১০ ক্রিকেটাররা। এরপর দলের বাকি সদস্যরা সন্ধ্যা সাতটায় দেশ ছেড়েছেন।

দ্বিতীয় বহরে ছিলেন অধিনায়ক লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। এই ৬ ক্রিকেটারের সঙ্গে ছিলেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং স্টাফের মোট দুই জন।

আরব আমিরাত সফরে গেলেও আইপিএলে ডাক পাওয়া মুস্তাফিজ সব ম্যাচ খেলবেন কি না তা নিয়ে অনেকটাই ধোয়াশা তৈরি হয়েছে। তবে বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, মুস্তাফিজ এখনো পর্যন্ত আইপিএলে খেলার জন্য ছাড়পত্র (এনওসি) চেয়ে আবেদন করেননি বোর্ডে।
মুস্তাফিজ দেশ ছাড়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আরব আমিরাতের উদ্দেশে যাত্রা শুরু তাদের বিপক্ষে খেলার জন্য। আমাকে আপনার দোয়ায় রাখবেন।’

সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় রাত নয়টায় হবে ম্যাচ দুটি। এদিকে আইপিএলে মুস্তাফিজের দিল্লির ম্যাচ আছে আগামী ১৮ মে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.