বুধবার | ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
আইপিএলে দল পেলেন মুস্তাফিজ, দেশ ছাড়ার আগে যা বললেন বন্দরের ব্যবস্থাপনা পৃথিবীর সেরাদের হাতে দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ ঢাকা অবরোধ, দুর্ভোগ বাড়ালো বৃষ্টি আনচেলত্তির হাত ধরেই হেক্সা মিশন সফল করবে ব্রাজিল, বিশ্বাস রিভালদোর বন্ধ হচ্ছে রিকশার উৎপাদন ও ওয়ার্কশপ-চার্জিং পয়েন্ট ১২ দিনে ১৫০ মামলা সিরাজগঞ্জ মহাসড়কে, জরিমানা ৬ লাখ শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে: আব্দুস সালাম টেম্পারবিহীন রেললাইন, তীব্র গরমে লাইন সম্প্রসারণ হওয়ায় দুর্ঘটনায় পড়ছে ট্রেন ২১ মে থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয় করবে রেল, চলবে ১০টি বিশেষ ট্রেন ডিএনসি রাজশাহীর অভিযানে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই
ঢাকা অবরোধ, দুর্ভোগ বাড়ালো বৃষ্টি

ঢাকা অবরোধ, দুর্ভোগ বাড়ালো বৃষ্টি

প্রবাহ ডেস্ক: ডিপ্লোমাকে ডিগ্রির মান দেয়ার দাবিতে নার্সিং শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন। অন্যদিকে তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচিতে বাধার পর রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

ঢাকার রমনা এলাকার গুরুত্বপূর্ণ দুটি মোড়ে অবরোধ কর্মসূচির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাবাসী। প্রায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধের মধ্যে ঝুম বৃষ্টিতে দুর্ভোগ আরও বেড়েছে। অফিস ছুটির মুহূর্তে রাজধানীর বিভিন্ন মূল সড়ক ছাপিয়ে তীব্র যানজট ছড়িয়ে পড়েছে অলিগলিতেও। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে অফিস ফেরত ঘরমুখো যাত্রীরা।

বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন ডিপ্লোমা শিক্ষার্থীরা। এর আগে দুপুর ২টা থেকে কাকরাইল মোড় অবরোধ করেন জবি শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধের কারণে মৎস্য ভবন, গুলিস্তান, পল্টন, সায়েন্সল্যাব, ফার্মগেট, কারওয়ান বাজার, নয়া পল্টন ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় যানজট ছড়িয়ে পড়েছে। বিকালে অফিস শেষে অনেকে একসঙ্গে বের হওয়ায় সড়কে গাড়ির চাপও বেড়েছে। বৃষ্টি শেষে বিকালে যানজট আরও প্রকট আকার ধারণ করেছে।

এ সময় দীর্ঘক্ষণ সড়কে আটকে থাকতে দেখা যায় গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহনও। গণপরিবহনের যাত্রীদের নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিতে দেখা যায়।

সাভার পরিবহনের হেলপার ওলিউর রহমান বলেন, সদরঘাট থেকে দুই ঘণ্টা হলো রওনা দিয়েছি। মৎস্য ভবন মোড় এখনো অনেক দূর। অথচ প্রেসক্লাব এলাকা পার হতে পারিনি।

মিডলাইন বাসের চালক আলাউদ্দিন জানান, হাইকোর্ট ফোয়ারার মোড়ে আটকে আছি। সামনে যেন গাড়ি চলছেই না। থমকে গেছে সড়কে চলাচল। ইনকামিং লেন আবার খালি। খবর নিয়ে জানলাম শাহবাগ ও কাকরাইলে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে রওনা দিয়ে সচিবালয় মোড় পর্যন্ত আধা ঘণ্টায সময়ে আসেন মোটরসাইকেল আরোহী রেজানুর ইসলাম। তিনি বলেন, হলি ফ্যামিলি হাসপাতালে যাব। আত্মীয় অসুস্থ। সামনে যা অবস্থা মনে হচ্ছে হেঁটে যেতে হবে। সড়কে থাকা যানবাহনের চাকা থেমে থেমে ঘুরছে।

জানতে চাইলে ট্রাফিক রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শফিকুল ইসলাম বলেন, এ সময়ে ঘরমুখো যানবাহনের কারণে এমনিতেই সড়কে তীব্র চাপ তৈরি হয়। সেখানে দুপুর থেকে রমনার দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগ ও কাকরাইলে যান চলাচল বন্ধ। দুটি সড়কই ৩ থেকে ৪ ঘণ্টা অবরোধ-আন্দোলন চলছে। আন্দোলনকারীদের বোঝানো হচ্ছে। কিন্তু তারা কেউই সড়ক ছাড়ছেন না।

তিনি বলেন, ঘরমুখো যাত্রী ও পরিবহনগুলোকে তো আটকে রাখা যাবে না। সে কারণে আমরা বিভিন্ন পয়েন্টে ডাইভারশন করে দিয়েছি। নীলক্ষেত, নিউমার্কেট, বাংলামোটর ও হেয়ার রোড দিয়ে ডাইভারশন করা হয়েছে। যানজট ভোগান্তিতে পড়া নগরবাসীকে বিকল্প সড়ক ও ডাইভারশন মেনে চলার অনুরোধ করা হচ্ছে।

এর আগে সকাল থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা তিন দফা দাবিতে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি পালন করছিলেন। এই কর্মসূচিতে বাধা দিলে তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন । তাদের দাবিগুলো হল আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

অন্যদিকে, ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা তাদের ডিগ্রিকে স্নাতক ডিগ্রির সমমান দেয়ার দাবিতে সকালে কেন্দ্রীি শিহিদমিনারে জড়ো হন। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আন্দোলনকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.