মঙ্গলবার | ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে: আব্দুস সালাম টেম্পারবিহীন রেললাইন, তীব্র গরমে লাইন সম্প্রসারণ হওয়ায় দুর্ঘটনায় পড়ছে ট্রেন ২১ মে থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয় করবে রেল, চলবে ১০টি বিশেষ ট্রেন ডিএনসি রাজশাহীর অভিযানে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই জোরপূর্বক মোহনপুরে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতির মার্কেট দখল জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম ‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ রাজশাহীর পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
২১ মে থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয় করবে রেল, চলবে ১০টি বিশেষ ট্রেন

২১ মে থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয় করবে রেল, চলবে ১০টি বিশেষ ট্রেন

প্রবাহ ডেস্ক: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ওইদিন দেয়া হবে ৩১মে এর অগ্রিম টিকিট। ঈদে বাড়তি যাত্রী পরিবহনে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া কোববানির পশু পরিবহনে চলবে ৩টি স্পেশাল ক্যাটেল (পশুবাহি) ট্রেন।

১২ মে সোমবার সকালে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ৩০ মে থেকে। এদিন দেয়া হবে ৯ জুনের টিকিট।

এছাড়া এবারও ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের ২টায় বিক্রি শুরু হবে।

সংবাদ সম্মেলনে রেল উপদেষ্টা বলেন, ঈদে বাড়তি যাত্রী বহন করার জন্য ৪৪টি কোচ সংযুক্ত করা হবে । আর ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তঃনগর ট্রেনে মোট ৩৩ হাজার ৩১৫ টি টিকিট বিক্রি করা হবে। এছাড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে তিনটি দুই থেকে তিন জুন পর্যন্ত।

ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে উপদেষ্টা বলেন, এবার ঈদ যাত্রায় কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেয়া হবে না। একই সঙ্গে জানালা এবং দরজার মাথার উপর দিয়ে যেসব যাত্রী ওঠার চেষ্টা করেন তাদেরকেও ঠেকানোর কঠোর নির্দেশ দেয়া হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.