প্রবাহ ডেস্ক: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে আগামী ২১ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। ওইদিন দেয়া হবে ৩১মে এর অগ্রিম টিকিট। ঈদে বাড়তি যাত্রী পরিবহনে বিভিন্ন রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। এছাড়া কোববানির পশু পরিবহনে চলবে ৩টি স্পেশাল ক্যাটেল (পশুবাহি) ট্রেন।
১২ মে সোমবার সকালে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা শেষে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এই তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে’র টিকিট বিক্রি হবে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের আসন বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে। এছাড়া ফিরতি টিকিট বিক্রি হবে আগামী ৩০ মে থেকে। এদিন দেয়া হবে ৯ জুনের টিকিট।
এছাড়া এবারও ট্রেনের সব টিকিট অনলাইনে দেয়া হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সকল আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের ২টায় বিক্রি শুরু হবে।
সংবাদ সম্মেলনে রেল উপদেষ্টা বলেন, ঈদে বাড়তি যাত্রী বহন করার জন্য ৪৪টি কোচ সংযুক্ত করা হবে । আর ঢাকা থেকে প্রতিদিন ৪৩টি আন্তঃনগর ট্রেনে মোট ৩৩ হাজার ৩১৫ টি টিকিট বিক্রি করা হবে। এছাড়া ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে তিনটি দুই থেকে তিন জুন পর্যন্ত।
ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে উপদেষ্টা বলেন, এবার ঈদ যাত্রায় কোনো যাত্রীকে ট্রেনের ছাদে উঠতে দেয়া হবে না। একই সঙ্গে জানালা এবং দরজার মাথার উপর দিয়ে যেসব যাত্রী ওঠার চেষ্টা করেন তাদেরকেও ঠেকানোর কঠোর নির্দেশ দেয়া হয়েছে।