বৃহস্পতিবার | ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
জুলাই আন্দোলন এখনও শেষ হয়নি, খুনিদের বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন নয়: নাহিদ ইসলাম রাজশাহীতে যুবলীগ নেতার ভাগনের বিচার চেয়ে মামার সংবাদ সম্মেলন রাজশাহী বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫, পাসের হার ৭৭.৬৩ শতাংশ চুন্নুর পর আনিসুল ও হাওলাদারকে জাপা থেকে অব্যাহতি ঋতুপর্ণাদের ৫০ লাখ টাকা পুরস্কার ক্রীড়া উপদেষ্টার রাজশাহী প্রেসক্লাব থেকে সন্ত্রাসী জুলুর অস্ত্র বাহক পুট্ট বাবু আটক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রভিশন সংরক্ষণে নতুন নির্দেশনা সারজিসের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের আদেশ ২০ জুলাই ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২ রাজশাহীতে থানা থেকে লুন্ঠিত পুলিশের পিস্তল উদ্ধার
ডিএনসি রাজশাহীর অভিযানে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

ডিএনসি রাজশাহীর অভিযানে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় ৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা ইউনিট। ১১ মে, রোববার সন্ধ্যায় উপজেলার শেরকোল শাহী বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পাওয়ার টিলারের টুলবক্স থেকে ফেনসিডিলসহ ওই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর গোপাল নগর দক্ষিণপাড়ার হযরত আলীর ছেলে মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)।

জানা গেছে, ফেনসিডিল বহনকারী পাওয়ার টিলারটি চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর, বাগমারা ও নওগাঁর আত্রাই হয়ে নাটোরের সিংড়ায় আসে। দীর্ঘ নজরদারির পর সিংড়ার শেরকোল শাহী বাজার এলাকায় পাওয়ার টিলারটি এলে এটির গতিরোধ করা হয়। পরে তল্লাশি চালিয় ৩৬৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটক করা হয় দুই ভাইকে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় রোববার রাতে থানায় একটি মামলা হয়েছে। সেই মামলায় ওই দুই ভাইকে গ্রের দেখানো হয়েছে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.