মঙ্গলবার | ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাস করত না বলেই আওয়ামী লীগের পতন হয়েছে: আব্দুস সালাম টেম্পারবিহীন রেললাইন, তীব্র গরমে লাইন সম্প্রসারণ হওয়ায় দুর্ঘটনায় পড়ছে ট্রেন ২১ মে থেকে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রয় করবে রেল, চলবে ১০টি বিশেষ ট্রেন ডিএনসি রাজশাহীর অভিযানে ৩৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার দুই জোরপূর্বক মোহনপুরে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতির মার্কেট দখল জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আ. লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করলেই ব্যবস্থা -স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশের প্রয়োজন নেই: নাহিদ ইসলাম ‘আমরা প্রস্তুত’, পাকিস্তান সিরিজ নিয়ে বাংলাদেশ কোচ রাজশাহীর পদ্মা নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

প্রবাহ ডেস্ক: জুলাই মাসে সংঘটিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

সোমবার (১২ মে) সকালে তদন্ত সংস্থার কো-অর্ডিনেটর ও সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা এই প্রতিবেদন চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় তারা জানান, তদন্তে শেখ হাসিনার বিরুদ্ধে ওই গণহত্যার নির্দেশদানের প্রমাণ মিলেছে।

এটি হচ্ছে জুলাই গণহত্যা সংক্রান্ত প্রথম তদন্ত প্রতিবেদন, যাতে শেখ হাসিনার সম্পৃক্ততার বিষয়টি আনুষ্ঠানিকভাবে উল্লেখ করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে, আজকের মধ্যেই এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে।

এর আগে রোববার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি সূত্র জানায়, সোমবার প্রতিবেদন দাখিল করা হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আগামী সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল থেকে নির্দেশ দেওয়া হয়েছিল ২০ এপ্রিলের মধ্যে এই মামলার তদন্ত শেষ করতে। ওই আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ। পরবর্তীতে প্রসিকিউশন সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

আশা করা হচ্ছে, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ফরমাল চার্জ গঠন করে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হবে।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.