মঙ্গলবার | ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় সেই যুবক আটক

লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় সেই যুবক আটক

প্রবাহ ডেস্ক: মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য থামা একটি লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

তিনি জানান, রবিবার সকালে মুক্তারপুর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) মিলন বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় মারধরকারী যুবক নেহাল আহমেদ ওরফে জিহাদের নামে উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
এজাহার অনুযায়ী, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলাটি হয়েছে। এতে যৌন নিপীড়ন, বেআইনি জনতাবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ, মারধর করে ভাঙচুর, ক্ষতি ও হুমকির অভিযোগ আনা হয়েছে।

মামলায় নেহাল আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে গতকাল শনিবার দুপুরে ওই ঘটনায় পুলিশ নেহালকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে এনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আটক করে। নেহাল মুন্সীগঞ্জ সদর উপজেলার যোগনীঘাট এলাকার বাসিন্দা। তাকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার (৯ মে) রাতে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে একটি পিকনিক লঞ্চে প্রকাশ্য দুই তরুণীকে মারধরের ঘটনা ঘটে। সে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এমভি ক্যাপ্টেন নামের ওই লঞ্চে দুই তরুণীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে বেধড়ক পেটাচ্ছেন এক তরুণ। সেসময় স্থানীয় লোকজন সেই দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করেন।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.