নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পবা উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে পৃথকভাবে প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএজি)- এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১২ ও ১৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও এনআইএজি’র যুগ্ম-পরিচালক (উপসচিব) এমএম ইমরুল কায়েস, স্থানীয় সরকার ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মতি আহমেদ।
এনআইএজি’র আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১২তম ও ১৩তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে আওতায় পারস্পরিক শিখন সফরে বাস্তবতার ভিত্তিতে পারস্পরিক বোঝাপড়া ও গুরুত্ব বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পারিলা ইউনিয়নে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাঈদ আলী। হড়গ্রাম ইউনিয়নের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দেশের ১৬টি জেলা হতে ৮০ জন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেছেন।
এই প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে পারস্পরিক শিখন সফরের মাধ্যমে সরেজমিনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রত্যক্ষকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় অফিস ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, কর নিরূপণ ও আদায়, ক্যাশ বই সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পবা উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শনসহ শিখন অনুষ্ঠিত হয়।