শনিবার | ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
রেললাইন সংস্কারে গাফেলতি-কতৃপক্ষের উদাসীনতার কারনে ঘটছে ঘনঘন ট্রেন দূর্ঘটনা পবায় দুই ইউনিয়নে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন আম উৎপাদনে শীর্ষে থাকলেও রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ মার্কো-জেডির ৪৮ ঘণ্টার প্রচেষ্টায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা করা হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পারমাণবিক অস্ত্র কর্তৃপক্ষের সঙ্গে জরুরি সভার আহ্বান শেহবাজের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে উত্তাল শাহবাগ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথে বিবেচনা করছে সরকার রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ২০ রাসিকের সাবেক মেয়রের এপিএস নওগাঁ থেকে গ্রেপ্তার
পবায় দুই ইউনিয়নে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

পবায় দুই ইউনিয়নে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পবা উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে পৃথকভাবে প্রধান অতিথি থেকে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএজি)- এর মহাপরিচালক মো. আব্দুল কাইয়ূম।
বিশেষ অতিথি ছিলেন সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১২ ও ১৩তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের পরিচালক ও এনআইএজি’র যুগ্ম-পরিচালক (উপসচিব) এমএম ইমরুল কায়েস, স্থানীয় সরকার ইনস্টিটিউটের গবেষণা কর্মকর্তা মতি আহমেদ।

এনআইএজি’র আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের ১২তম ও ১৩তম ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে আওতায় পারস্পরিক শিখন সফরে বাস্তবতার ভিত্তিতে পারস্পরিক বোঝাপড়া ও গুরুত্ব বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পারিলা ইউনিয়নে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাঈদ আলী। হড়গ্রাম ইউনিয়নের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।

উল্লেখ্য, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে দেশের ১৬টি জেলা হতে ৮০ জন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর অংশগ্রহণ করেছেন।

এই প্রশিক্ষণ কোর্সের কারিকুলামে পারস্পরিক শিখন সফরের মাধ্যমে সরেজমিনে ইউনিয়ন পরিষদের কার্যক্রম প্রত্যক্ষকরণের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় অফিস ব্যবস্থাপনা, বাজেট প্রণয়ন, কর নিরূপণ ও আদায়, ক্যাশ বই সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ও নিরীক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে পবা উপজেলার পারিলা ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদ পরিদর্শনসহ শিখন অনুষ্ঠিত হয়।

 


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.