মঙ্গলবার | ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ খবর :
শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারত করেছে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দল রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের মানববন্ধন ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ৬০ হাজার মাস্টাররোল কর্মচারীদের বেতন ও মামলার রায় বাস্তবায়নের দাবিতে মানববন্ধন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রায় ১৮ টন সরঞ্জাম আগুনে পুড়েছে ভয়াবহ আগুন শাহজালাল কার্গো ভিলেজে, নিয়ন্ত্রণে ফায়ারের ৩৬ ইউনিট রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল রাকসু নির্বাচন মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদে সদস্যপদ পেলেন ডাল্টন জহির
টিনের ছাপড়া ঘরে দেড় কোটি টাকার হেরোইন, গ্রেফতার এক

টিনের ছাপড়া ঘরে দেড় কোটি টাকার হেরোইন, গ্রেফতার এক

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জে অভিনব কায়দায় হেরোইন মজুদের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় প্লাস্টিকের বাজারের ব্যাগে রাখা দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি মধ্যচর রুবেলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মাদক কারবারির নাম ফারুক মিয়া (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি মধ্যচর রুবেলপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে একটি মাদক চোরাচালান চক্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য চোরাচালান করে রাজধানীসহ দেশের সকল প্রান্তে মাদক সরবরাহ করে আসছিল। দীর্ঘদিনের গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে চক্রটির সন্ধান পাওয়ার পর গোয়েন্দা দল তাদের নজরদারি করতে থাকে।

এর প্রেক্ষিতে সোমবার সিপিএসসি র‍্যাব-৫ এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি মধ্যচর রুবেলপাড়া গ্রামের ফারুক মিয়া বসত বাড়িতে হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

খবর পেয়ে র‍্যাবের ওই দল সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ওই বসত বাড়ির চতুর দিক ঘেরাও করে তল্লাশি চালায়। এসময় বসত বাড়ির পশ্চিম পার্শ্বের খোলা টিনের ছাপড়ার ঘরে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে দেড় কেজি হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র‍্যাবের মিডিয়া সেল।


ads



©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.