শুক্রবার | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের অঙ্গীকার এই স্লোগানকে সামনে নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে রাজশাহীতে বীর মুক্তিযোদ্ধা নিয়ে ১৯ বছরে বৈশাখী টেলিভিশনের র‌্যালী ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় মহানগরীর আলুপট্টির মোড় থেকে র‌্যালী শুরু হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সাগরপাড়া মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে গিয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়।

এসময় কেককাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ আলী কামাল,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রামানিক সভাপতি কবিকুঞ্জ রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন আব্দুল খালেক অধ্যক্ষ রাজশাহী কলেজ, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, ডা: জাহিদ সভাপতি ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী শাহেদ, দিলীপ কুমার ঘোষ সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট, নিতাই কুমার সরকার, সভাপতি রাজশাহী থিয়েটার, কামারউল্লাহ সরকার কামাল সম্পাদক মুক্তিযোদ্ধা পাঠাগার, মনিরুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১, মনোয়ারুল ইসলাম বকুল পরিচালক মাথল রাজশাহী, কাজী মন্টু পরিচালক নিবাগী সংগীত বিদ্যালয় রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মাহামুদ হাসান ফয়সালা, আজিজুল ইসলাম বিটিভির রাজশাহী জেলা প্রতিনিধি, স, ম সাজু স্টাফ রিপোর্টার এনটিভি, শাহারিয়ার অনতু মাইটিভির রাজশাহী জেলা প্রতিনিধি ও বৈশাখী টেলিভিশনের রাজশাহী প্রতিনিধি আব্দুস সাত্তার ডলারসহ সমাজিক, সাংস্কৃতিক, গনমাধ্যমেরকর্মীরা কেক কেটে শুভেচ্ছা জানান।


©2022 newsprobaha.com
Developed by- .:: SHUMANBD ::.